1.Robin has (less marbles) than George.SSC CHSL-2021
1. few marbles
2. lower marbles
3. fewer marbles
4. enough marbles
✍️১.Less ব্যবহার করা হয় uncountable noun এর ক্ষেত্রে ।degree=>-- Little =>less=>least
👉Ex:Generally people with less patient cannot do anything in their life||সাধারণত কম অধ্যবসায়ীরা তাদের জীবনে কিছুই করতে পারে না।=>এখানে patient uncountable noun.
✍️২.degree=> low=>lower =>lowest =>উচ্চতা,পজিশন, তীব্রতা, পদমর্যাদার ক্রম বোঝানোর উদ্দেশ্যে ব্যবহৃত হয়।
Ex=>Kindly lower your voices.||দয়া করে গলার আওয়াজ কম কর।
✍️৩.Enough শব্দের অর্থ হল=>as much as required অথবা as many as required.এটি positive degree হিসাবেই ব্যবহৃত হয়।
👉Ex=>বুদ্ধিমান ব্যক্তিরা বৃদ্ধ বয়সের জন্য পর্যাপ্ত টাকা উপার্জন করে রাখে||Inteligent people earn enough money for old age.
👉তবে more than enough ব্যবহৃত হয়।
Ex:we had more than enough time to do it.||আমাদের এটা করার জন্য যথেষ্ট সময় ছিল।
✍️👉 ৪.few খুবই অল্প সংখ্যক, নগন্য -এই সমস্ত বোঝাতে countable noun এর আগে বসে।
এখন few এর degree=>few=>fewer=> fewest
✍️যেহেতু বাক্যটি comparative degree তে আছে-তাই -সঠিক উত্তর হবে-fewer marbles.
2.Rajan is having three brothers and three sisters.SSC CGL-2022
1. Rajan has
2. Rajan was having
3. Rajan having
4. Rajan has been having
✍️১.have যখন main verb হিসাবে ব্যবহৃত হয় তখন তার অর্থ হয় মালিকাধীন এবং অধিকারে থাকা (possession and ownership) বোঝায়।যেমন-I have a pen.কিন্তু I am having a pen.. spoken english এ ব্যবহার হলেও এটি সঠিক নয়।সুতারাং এক্ষেত্রে অধিকারে থাকা বোঝাতে having ব্যবহার হবে না। সঠিক উত্তর হবে---Rajan has.
✍️২.এবার have main verb খাওয়া, নেওয়া এবং স্নান করা বোঝাতেও ব্যবহৃত হয়-যেমন -I have my breakfast.এখানে eat এর বদলে ব্যবহৃত হয়েছে।
👉He has had food-সে খাবার খেয়েছে
👉I had had rice-আমি ভাত খেয়েছিলাম
✍️৩.যখন have main verb খাওয়া, নেওয়া এবং স্নান করা বোঝাতেও ব্যবহৃত হয় তখন having ব্যবহার হতে পারে-যেমন
👉গত সপ্তাহে, আমি তার সাথে এখানে সকালের নাস্তা করছিলাম||Last week, I was having breakfast here with him
👉I am having breakfast with him now||আমি এখন তার সাথে নাস্তা করছি
3.Navika is a (superb and impressive) child in her class.(SSC -CGL-2018)
1. Dazzling
2. Brilliant
3. Vivid
4. Splendid
✍️১.এখানে শব্দগুলির অর্থ দেখে নেওয়া যাক-
✍️superb- চমৎকার
✍️impressive||চিত্তাকর্ষক
✍️Dazzling||উজ্জ্বল
✍️Brilliant||very bright,উজ্জল
✍️Vivid-প্রাণবন্ত,.উজ্জল
✍️Splendid||জাঁকজমকপূর্ণ
✍️২.উপরের দেওয়া চারটি শব্দ adjective হিসাবে ব্যবহৃত হয় এবং শব্দগুলি একে অপরের synonymous.
✍️৩.অত্যন্ত বুদ্ধিমান বা দক্ষ-এরকম বোঝাতে Brilliant শব্দটি ব্যবহার করা হয় বিশেষ করে ছাত্র-ছাত্রীর ক্ষেত্রে।যেমন-Brilliant student.
✍️৪.সঠিক উত্তর||Brilliant.
4.The advancements in medical science( has proved) to be a boon for all of us.SSC -steno -2011
(a) has proven
(c) have proved
(b) had proven
(d) No improvement
✍️The advancements in medical science have proved to be a boon for all of us.||চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি আমাদের সকলের জন্য আশীর্বাদ হিসেবে প্রমাণিত হয়েছে। বাক্যটি present perfect হবে এবং advancements(অগ্রগতি) plural form এ আছে তাই have proved হবে।
✍️Proven=>adjective =>প্রমানিত
5.The problems of traffic (crowding) will not disappear so on.||SSC steno-2010
(a) congestion
(c) intensification
(b) concentration
(d) No improvement
✍️১.crowding:রেল স্টেশন, বিমানবন্দর, মেট্রো রেল, দোকান, শপিং মল, রেস্টুরেন্ট, সুইমিং পুল, স্টেডিয়াম, পার্ক -যেকোনো জায়গায় প্রচুর গাদাগদি লোক জমা হলে তখন crowded শব্দটি ব্যবহার করা হয়।
✍️২.congestion শব্দটির অর্থ যানজট বিশেষ করে ট্রাফিক সংক্রান্ত।
✍️৩.সুতারাং সঠিক উত্তর হবে=>The problems of traffic congestion will not disappear so on.||এতে যানজটের সমস্যা দূর হবে না।
✍️৪.অনান্য শব্দের অর্থ:(c) intensification||তীব্রতা✍️(b) concentration||একাগ্রতা।
6. It is important not to worry.
(a) To don't worry
(b) To not worry
(c) Don't worry
(d) No improvement
✍️১.No ও Not এর মধ্যে তফাৎ হল no -adjective হিসাবে কাজ করে এবং not adverb হিসাবে কাজ করে। No এর পর সাধারনত:noun বসে এবং not এর পর সাধারনত verb বসে।যেমন -I have no money. Don't open the door. No smoking, No parking - এগুলি gerund হিসাবে কাজ করে বলে এক্ষেত্রে no বসেছে।
✍️২. Sub+be verb +not +verb=>সাধারনত এরকম গঠন হয়।This is not my fault||এটা আমার দোষ না।
✍️এখন যদি be verb না থাকে তাহলে do not নিয়ে আসতে হয়-যেমন-I did not eat lunch ||আমি দুপুরের খাবার খাইনি।
✍️৩.কিন্তু বাক্যের এই উপরের গঠনে ( Sub+be verb +not +verb) না থেকে পরিবর্তীতে থাকে তাহলে শুধু মাত্র not বসানো হয়।যেমন:ডাক্তার তাকে মদ পান না করার পরামর্শ দেন||The doctor advises him not to drink.👉She hit me, not him:সে আমাকে আঘাত করেছে, তাকে নয়।
✍️৪.not to ও to not => এই দুটির মধ্যে not to ব্যবহার করা হয়। to not এর স্পোকেনে ব্যবহার হলেও ব্যকরন গত সঠিক নয়।সুতারাং (b) To not worry. অর্থাৎ not+to+verb.
✍️৫.No improvement=>সঠিক উত্তর।
7.The work you have submitted is not (to the) mark.||SSC Steno-2010
(a) As the
(b) From the
(c) Up to the
(d) No improvement
✍️Up to the mark=>up to the required standard||কোনো কাজ যদি প্রয়োজনীয় মান (standard) পর্যন্ত পৌছায় তাহলে এই idiom টি ব্যবহার করা হয়।যদি কাজের মান সেই পর্যন্ত না পৌছায় তাহলে তা not up to the mark use করা হয়।যেমন- All the products are up to the mark.
✍️সঠিক উত্তর||(c) Up to the
8.We were unable to( call on) you because of the rains.||SSC -2008
(a) help
(c) visit
(b) invite
(d) No improvement
✍️১.call on|| meet=>সাক্ষাৎ করিতে যাত্তয়া, সাক্ষাৎ করা,কাহারও সহিত দেখা করা
✍️We were unable to meet you because of the rains||বৃষ্টির কারণে আমরা তোমার সাথে দেখা করতে পারিনি।
✍️২.সাক্ষাতকার বা দেখা করার ক্ষেত্রে বিভিন্ন শব্দ ব্যবহারের রকম ফের-
✍️meet=>প্রথম কারো সাথে দেখা করলে
✍️see=>কোনো পরিচিত কারো সাথে
✍️hang out=> কারো সাথে প্রচুর সময় কাটানো, আনন্দ মস্তিতে
✍️visit=>আত্মীয় স্বজন, বিশেষ করে বয়সে বড়ো, সম্মানীয় , কারো সাথে দেখা করা
✍️Appointment =>ডাক্তার, আইনজীবি, বিজনেস যাদের কে টাকা দিয়ে ভিজিট করতে হয়।
9.He( hanged) his portrait in the main hall.||SSC-2008
(a) hang
(b) hung
(c) had hanged
(d) No improvement
✍️১.portrait =>শব্দের অর্থ:মানুষের বা জন্তুর প্রতিকৃতি
✍️২.এখন hang verb এর verb form:=>hang =>hung =>hung=>ঝুলান,দেত্তয়ালে টাঙ্গান।
✍️৩.hang সঠিক verb form hung হবে।
👉He hung his portrait in the main hall.=>
তিনি মেইন হলের মধ্যে তার প্রতিকৃতি টাঙিয়েছিলেন।
10.The New manager is soft-spoken and is considerable to all.(SSC-2008)
(a) conceited
(b) considerate
(c) constricted
(d) No improvement
✍️১.প্রশ্নে দেওয়া considerable শব্দের অর্থ:বিবেচনাযোগ্য,ভেবে দেখার মতো=>এটি adjective হিসাবে ব্যবহৃত হয়।
যেমন=> আমরা ইংরেজি ব্যকরন অধ্যয়নে যথেষ্ট অগ্রগতি করেছি।We have made considerable progress in studying English grammar.
✍️২.এবার option এ দেওয়া শব্দ গুলির অর্থ দেখে নেওয়া যাক-✍️(a) conceited||অভিমানী
✍️(b) considerate||সহানুভুতিশীল, সুবিবেচক
✍️(c) constricted||সংকুচিত
✍️৩.option এ দেওয়া শব্দ গুলির মধ্যে considerate (adj) সবচেয়ে উপযুক্ত শব্দ।The New manager is soft-spoken and is considerate to all||নতুন ম্যানেজার মৃদুভাষী এবং সকলের প্রতি সুবিবেচক।
0 تعليقات