Copy English-10

English-10

 1.If you are ever in Chennai,(you come and see me.).SSC-steno-2019

A.No improvement

B.you came and see me.

C.come see me.

D.come and see me.

✍️option :A সঠিক নয়, কারন এক্ষেত্রে you বসানো টা অতিরিক্ত হয়ে যাচ্ছে।

✍️option :B: সঠিক নয়, কারন বাক্যটি zero conditional এ আছে।Zero Conditional Sentence সাধারণ সত্য এবং অভ্যাস বোঝাতে ব্যবহৃত হয়।  ফলাফলটি সবসময়ই হবে--এই রকম বোঝালেও  zero conditional sentence use করা হয়।গঠন:If present indefinite,present indefinite. 

👉If you want to come, call me before 5:00:আপনি যদি আসতে চান, 5:00 আগে আমাকে কল করুন।

✍️এখানে past tense এ আছে।

✍️option C=>come see me=>ব্যকরনগত ভাবে সঠিক নয়।

✍️option D=>come and see me সঠিক গঠন।

2.The new large-sized vegan pizzas available Domino's (are hot and spicy.):SSC steno:2022

1) is hot and spicy

2) No improvement

3) has hot and spicy

4) was hot and spicy

নতুন বড় আকারের ভেগান পিৎজা পাওয়া যায় ডোমিনো গরম এবং মশলাদার।এখানে subject  pizzas plural subject, সুতারাং plural verb নেবে।এখন 1,3,4-এই তিনটে option এ singular subject আছে, সুতারাং 2 নং option সঠিক উত্তর হবে।

3.Five years ago on this date, I (am sitting) in a small Japanese car, driving across Poland towards Berlin.SSC steno-2022

(a) was sitting

(c) sat

(b) have been sitting

(d) No improvement

Five years ago on this date:পাঁচ বছর আগে এই তারিখে=>কী ঘটেছিল তার বিবরন। সুতারাং presen tense হবে না। option b এবং d বাদ। 

পাঁচ বছর আগে এই তারিখে, আমি একটি ছোট জাপানি গাড়িতে বসে পোল্যান্ড পেরিয়ে বার্লিনের দিকে যাচ্ছিলাম..সুতারাং  option :a সঠিক উত্তর।

4.The Ganga is holiest river in India

SSC steno-2019

a.the holiest

b.the most holiest

c.No improvement

d.the holy

বাক্যটি superlative degree তে আছে। এখন  superlative degree এর পূর্বে the বসে।তাই the holiest হবে।

5.The football team has won the championship( at the) second time.SSC -2021

A.at a 

B.No improvement required

c.in the 

d.for the

সাধারনত বাক্যে for the second time এই pharse টি ব্যবহৃত হয়।সুতারাং এক্ষেত্রে সঠিক preposition হবে  for।

6.(Meditation have been) the most effective way of boosting concentration level.SSC steno-2017

(a) Meditation was

(c) Meditation will be

(b) Meditation has been

(d) No improvement

✍️Meditation যেহেতু Singular subject তাই singular verb নেবে has নেবে এবং সঠিক হবে (b) Meditation has been হবে।

✍️ option - a এবং b অর্থের নিরিখে অর্থহীন।

7.He was dressed in (bright clothes for the funeral.)SSC steno-2017

(a) plain clothes for the funeral

(b) bright cloth for the funeral

(c) bright clothes for the funerals

(d) No improvement

✍️funeral:অন্ত্যেষ্টিক্রিয়া(ফিউনারেল),এটি এক শোক অনুষ্ঠান তাই plain:কারুকার্যহীন সাধারন পোশাক পরার কথা। সেই কারনে  plain clothes for the funeral এটি সঠিক উত্তর।

✍️clothes:(noun)পোশাক পরিচ্ছদ

✍️clothe:(verb) :বস্ত্র দ্বারা আবৃত করা

✍️cloths:কাপড়ের টুকরো

✍️cloth: বস্ত্র

8.He distributed the candies between the children.SSC steno-2017

(a) candies in the children

(b) candies for the children

(c) candies among the children

(d) No improvement.

✍️among ও between: দুই জন বা দুটি বিষয়ের ক্ষেত্রে বোঝাতে between বসানো হয় কিন্তু দুই এর বেশির ক্ষেত্রে among ব্যবহার করা হয়।যেমন-

👉The match will be played between India and pakistan.

👉They distributed the blankets among the beggars.

✍️ সঠিক উত্তর||He distributed the candies among the children.:তিনি শিশুদের মধ্যে মিষ্টি বিতরণ করেন।

9.One of my friends (are) going to Mumbai tomorrow.

(1) will

(2) is

(3) has been

(4) No improvement

যখন নিকট ভবিষ্যতে কোনো বিষয়কে বোঝায়,প্ল্যান করা হয় তখন future বোঝালেও present continuous  tense ব্যবহার করা হয়। সাধারনত tomorrow, next week, at 7 --এই ধরনের শব্দ থাকে।

✍️যেমন-He is arriving tomorrow morning about 7.30 ||তিনি আগামীকাল সকাল সাড়ে ৭টার দিকে আসছেন

✍️কিন্তু ভবিষ্যতে কোনো কিছু অনিশ্চিত এর ক্ষেত্রে present indefinite tense ব্যবহার করা হয় না।

It is raing again soon. --এটা ভূল হবে।

👉it will rain again soon--এটা ঠিক

👉It is going to rain again soon--এটা ঠিক।

এখন, one of my friends এর subject হবে one.singular subject singular verb নেয় সুতারাং is going সঠিক উত্তর।

10.The Sutlej has changed its (path).

(1) journey

(2) course

(3) line

(4) No improvement

✍️এখানে course শব্দের অর্থ-the route or direction followed by a ship, aircraft, road, or river:জাহাজ, বিমান, রাস্তা বা নদী ইত্যাদির দিক বা রুট---অর্থাৎ নদীর ক্ষেত্রে গতিপথ।

✍️সুতারাং সঠিক উত্তর হবে- The Sutlej has changed its course.শতদ্রু তার গতিপথ পরিবর্তন করেছে



إرسال تعليق

0 تعليقات