স্বাধীনতার পূর্বে বিভিন্ন আইন:
ভারতে কোম্পানির শাসন ব্যবস্থা :1857 সাল পর্যন্ত
1.রেগুলেটিং অ্যাক্ট:(1773)
a)বাংলার গভর্নর কে বাংলার গভর্নর জেনারেল বলা হয়। প্রথম গভর্নর জেনারেল হলেন -ওয়ারেন হেস্টিংস।
b)কলকাতায় একটি সুপ্রিম কোর্ট গঠিত হয়। প্রথম প্রধান বিচারপতি এলিজা ইম্ফে।
2.পিটের ভারত শাসন আইন (1784):
প্রধানমন্ত্রী উইলিয়াম পিটের নাম অনুসারে
3. চ্যাটার অ্যাক্ট (1833):
a)জাতীয় শিক্ষার প্রসারে উদ্যোগ শুরু হয়।
b)ভারতীয় শিক্ষায় প্রতিবছর এক লক্ষ টাকা বিনিয়োগ
c) খ্রিস্টান মিশনারীদের উপর শিক্ষা প্রসারে বাধা অপসারণ।
d)এই আইনের মাধ্যমে ইন্ডিয়া কোম্পানি এককছত্র বাণিজ্যের অধিকার হারায়।
4.চ্যাটার অ্যাক্ট (1833):
a)বাংলার গভর্নর জেনারেল ভারতের গভর্নর জেনারেল নামে পরিচিত হয়।
b) প্রথম ভারতে গভর্নর জেনারেল হলেন লর্ড বেন্টিং
5.চ্যাটার অ্যাক্ট (1853):
a)সিভিল সার্ভিস নিয়োগে পরীক্ষা শুরু হয়। এই পরীক্ষায় ভারতীয়রা সুযোগ পায়।
b)এটি শেষ চ্যাটার অ্যাক্ট।
c) ভারতের সংসদীয় আইন ব্যবস্থা গড়ে ওঠে।
d) আইন পরিষদ গঠিত হয়।
crown Rule :(1857-1947)
6.1858,ভারত সরকার আইন -
a) ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনব্যবস্থার অবসান ঘটে।
b) ভারতের শাসনভার ব্রিটিশ তথা ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়ার হাতে চলে যায়।
c) গভর্নর জেনারেল এখন থেকে ভাইসরয় উপাধিতে ভূষিত হয়।
d) প্রথম ভাইসরয় হলেন লর্ড ক্যানিং।
7. 1861,ভারতীয় কাউন্সিল আইন -
এই আইনের মাধ্যমে ভারতীয়রা প্রথম প্রশাসনিক ব্যবস্থায় অংশগ্রহণের সুযোগ পায়
8.1909 ,ভারতীয় কাউন্সিল আইন-
মর্লো মিন্টো সংস্করণ
১৮৬১ সালে আইন অনুযায়ী আইন পরিষদের তিনজন সদস্য অংশগ্রহণ করার কথা বলা হয়। কিন্তু এতে ভারতীয়রা খুশি না হওয়ায় মর্লো মিন্টো শাসন সংস্করণ আইন পাশ হয়।
a) লর্ড মর্লো ও লর্ড মিন্টো নাম অনুসারে
b) সাম্প্রদায়িক নির্বাচন শুরু হয়। ১৯০৬ খ্রিস্টাব্দে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হলে, তারা পৃথক নির্বাচন চাইলে এই আইন দ্বারা তার স্বীকৃতি দেওয়া হয়।
9. 1919,ভারত শাসন আইন -মন্টেগু চেমসফোর্ড সংস্কার :
a) সচিব মন্টেগু ও লর্ড চেমস ফোর্ড এর উদ্যোগে এই আইনটি পাস হয়
b)শিখ, খ্রিস্টান, মুসলিম ও বর্ণ হিন্দুদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা শুরু হয়।
c) আইনসভা তে প্রবেশের অধিকার পায়।
10.1935,ভারত শাসন আইন-
a) ব্রিটিশ ভারত ও দেশীয় রাজ্যগুলিকে নিয়ে যুক্তরাষ্ট্র গঠনের কথা বলা হয়।
b) দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠিত হয়।
নিন্মকক্ষ=>ফেডারাল এসেম্বলি =>৩৭৫ জন
উচ্চকক্ষ=>কাউন্সিল অফ স্টেট =>২৬০ জন
c) স্বাধীন ভারতের সংবিধানের কাঠামো এই আইনের উপর ভিত্তি করি গড়ে ওঠে।
11.1947,ভারতীয় স্বাধীনতা আইন-
এই আইনের মাধ্যমে ভারত বিভক্ত হয়ে ভারত ও পাকিস্তান দুটি স্বতন্ত্র স্বাধীন দেশে পরিণত হয়।
গনপরিষদ:
1.জাতীয় পতাকার নকশা ভারতের গনপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল?
জুলাই 1947,গনপরিষদের চতুর্থ অধিবেশন,নক্সা তৈরি করেন পিঙ্গলি ভেঙ্কাইয়া
2. ভারতীয় সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন?
ড. বি আর আম্বেদকর
3.ভারতীয় সংবিধান কবে কার্যকর (enforced) করা হয়েছিল?
১৯৫০ সালের ২৬ শে জানুয়ারী
4.কোন পরিকল্পনার সুপারিশে গণপরিষদ গঠিত হয়েছিল?
ক্যাবিনেট মিশন পরিকল্পনা (1946)
5.গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?
নিউ দিল্লী
6.লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন?
জি ভি. মাভলঙ্কার
7.1934 সালে প্রথম কোন ব্যক্তি যিনি ভারতের জন্য পৃথক সংবিধানের দাবি করেছিলেন?
এম.এন. রায়
8.গণপরিষদের প্রথম নির্বাচিত সভাপতি কে ছিলেন?
রাজেন্দ্র প্রসাদ
9.26 নভেম্বর 1949 সালে কোন গুলি কার্যকর হয়?
নাগরিকত্ব,নির্বাচন
10.সংবিধানের খসড়া রচনা কখন শেষ হয়?
26 নভেম্বর 1949
11.কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কে ছিলেন? জওহরলাল নেহেরু
12.ভারতীয় সংবিধান সম্পন্ন করতে কত সময় লাগে?
2 বছর, 11 মাস এবং 18 দিন
13.গণপরিষদের সহ-সভাপতি কে ছিলেন?
টি.টি. কৃষ্ণমাচারী ও হরেন্দ্রকুমার মুখোপাধ্যায়
14.আমাদের সংবিধান দিবস কবে পালন করা হয়?
২৬শে নভেম্বর
15.নিচের মধ্যে কে গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন?
বি.এন. রাও
16.গণপরিষদের সভাপতি কে ছিলেন?
ডঃ রাজেন্দ্র প্রসাদ
17.ভারতীয় সংবিধানের প্রধান স্থপতি হিসেবে পরিচিত হলেন কে?
ড.বি. আর. আম্বেদকর
18.গনপরিষদের অস্থায়ী সভাপতি কে?
সচ্চিদানন্দ সিনহা
19.ভারতের গণপরিষদ প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়েছিল?
9.12.1946
20.ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল?
26.11.1949
21.গণপরিষদে ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন কে?
বি আর আম্বেদকর
22.ভারতের সংবিধান রচনা করে কে?
গনপরিষদ
23.গনপরিষদে প্রথম সভাপতি কে ছিলেন?
ড. সচিদানন্দ সিনহা,গনপরিষদে প্রবীনতম সদস্য ছিলেন।
24.গনপরিষদে মোট কয়টি অধিবেশন হয়?
11 টি
25.গনপরিষদে মোট কতজন সদস্য ছিল?
389
26.গনপরিষদ দ্বারা কবে ভারতীয় সংবিধান গৃহিত হয়?
1949 সালের 26 শে নভেম্বর
27.গনপরিষদের চিহ্ন কি ছিল?
হাতি
28.ভারতীয় সংবিধানে প্রথমে কয়টি ধারা,তফশিল ও ভাগ ছিল?
ধারা-৩৯৫,তফশিল -৮,ভাগ-২২
29.ভারতীয় সংবিধানে বর্তমানে কয়টি ধারা,তফশিল ও ভাগ আছে?
ধারা-৪৪৮,তফশিল-১২,ভাগ-২৫
30.স্বাধীনতা ভারতে প্রথম শিক্ষা মন্ত্রী কে ছিলেন?
মৌওলনা আবুল কালাম আজাদ
31. ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন কে?
বল্লভভাই প্যাটেল
32.ভারতে প্রথম রেলমন্ত্রী কে ছিলেন?
জন মোথাই
33.স্বাধীন ভারতের প্রথম স্বাস্থ্যমন্ত্রী ছিলেন কে?
রাজকুমারী অমৃত কৌর
34.ভারতীয় সংবিধানের খসড়া কমিটিতে কতজন সদস্য ছিল?
7
35.গান্ধিজী গনপরিষদের কোন পদে ছিলেন?
গনপরিষদের কোনো পদে ছিলেন না।
36.
0 تعليقات