1.A person who loves everybody-
SSC CGL-2013
(a) egoist
(b) fatalist
(c) humanist
(d) altruist
✍️altruist:পরোপকারী, unselfish -অন্যদের সাহায্য করা বা উপকার করা, এমনকি এটি নিজের জন্য ক্ষতির কারণ হলেও।
✍️egoist:অহংকারী
✍️fatalist:অদৃষ্টবাদী
✍️humanist:মানবতাবাদী
2.Plants of a particular region
SSC CGL-2022
A.Flora
B.Flinch
C.Fauna
D.Flotsam
✍️Flora:একটি নির্দিষ্ট অঞ্চলের উদ্ভিদ সমূহ
✍️Flinch:ব্যথা বা ভয়ের কারণে হঠাৎ ছোট ঝাকুনি,আঁতকান,শিউরে উঠা
✍️Fauna:একটি নির্দিষ্ট অঞ্চলের প্রাণীসমূহ
✍️Flotsam:ভাসমান অবস্থায় প্রাপ্ত ধবংসাবশেষ
✍️কোনাে নির্দিষ্ট বাস্তুতন্ত্রের অন্তর্গত সমগ্র সকল উদ্ভিদ গােষ্ঠীকে ফ্লোরা বলে এবং সমগ্র প্রাণীগােষ্ঠীকে ফনা বলে।
3.A shortened version of a larger work
SSC CGL-2022
A. Summary -
B. Precis
C. Shorts
D. Abridgement
✍️একটি বড় কাজের সংক্ষিপ্ত সংস্করণকে Abridgement বলা হয়।
✍️Summary:সারাংশ
✍️Precis:সারমর্ম
✍️Shorts: হাফপ্যান্ট
4.A place where animals are slaughtered for consumption as food.
SSC CGL-2018
A.Reservoir
B.Abattoir
C.Memoir
D.Peignoir
✍️Abattoir:কসাইখানা।-এমন একটি জায়গা যেখানে পশুদের খাদ্য হিসাবে খাওয়ার জন্য হত্যা করা হয়।
✍️Reservoir:জলাধার
✍️Memoir:স্মৃতিকথা
✍️Peignoir:একজন মহিলার হালকা ড্রেসিং গাউন
5.Adjust or make right; correct, amend
SSC CGL-2013
A. Recruit
B. Recourse
C. Recreate
D. Rectify
✍️ঠিক করা বা সংশোধন করাকে Rectify বলে।যার বাংলা অর্থ শোধরানো।
✍️Recruit:নিয়োগ
✍️Recourse:অবলম্বন, কঠিন পরিস্থিতিতে সাহায্যের উৎস
✍️Recreate:পুনরায় তৈরি করা,ফুর্তি করা
6.A word formed from the first letters of the words that make up the name of something
Rajasthan TET-2013
a.Acronym
b.elongate
c.Conscription
d.Bibliography
✍️Acronym:বিভিন্ন শব্দের আদ্যক্ষর দিয়ে গঠিত সংক্ষিপ্ত নির্দেশক শব্দ-যেমন- AIDS-acquired immunodeficiency syndrome
✍️অনান্য শব্দ:
✍️elongate:দীর্ঘতর করা
✍️Conscription:বাধ্যতামূলকভাবে সৈন্যদলে নিয়োগ
✍️Bibliography:গ্রন্থবিবরণী
✍️NB:abbreviation হল কোনো শব্দের ছোট করে লেখা যেমন- Doctor=>Dr.=>Acronym:শব্দের প্রথম অক্ষর থেকে গঠিত একটি শব্দ যা কিছুর নাম তৈরি করে
7.Fear of heights is termed as (WB Police SI-2018)
A.Acrophobia
B.Anglophobia
C.Ergophobia
D.Agoraphobia
✍️উচ্চতার ভয় কে বলা হয় Acrophobia.Acro শব্দের অর্থ হল-high.
✍️অনান্য শব্দের অর্থ:
✍️Anglophobia:অ্যাংলোফোবিয়া:The hatred or fear of England and anything English :ইংল্যান্ডের প্রতি ঘৃণা বা ভয়
✍️Ergophobia:(এরগোফোবিয়া) fear of finding or losing employment:চাকুরী খোঁজা বা হারানোর ভয়।
✍️Agoraphobia=>অ্যাগোরাফোবিয়া হল এমন কোনো জায়গা বা পরিস্থিতিকে ভয় করা এবং আতঙ্কের কারণ এড়িয়ে চলার অন্তর্ভুক্ত।
8.A small village or a group of houses -SSC CGL-2013
(a) community
(b) settlement
(c) hamlet
(d) colony
✍️একটি ছোট গ্রাম বা কতকগুলি বাড়ির সমষ্টিকে hamlet বলা হয়। এককথায় বলতে গেলে ক্ষুদ্র গ্রাম বা পল্লীগ্রাম।
✍️অনান্য শব্দের অর্থ:
✍️community:সম্প্রদায়
✍️settlement:ফয়সালা
✍️colony:মহল্লা
✍️hamlet vs colony
✍️কলোনী হল বাইরে থাকা আসা কিছু লোকের একটি বসতি যারা একটি নতুন জায়গায় বসবাস করে কিন্তু সাংস্কৃতিকভাবে তারা মূল স্থানের সাথে জড়িয়ে থাকে।আবার কলোনী শব্দের অর্থ হল উপনিবেশ।যেমন British colony - Bermuda is a colony of Britain.একটি ছোট গ্রাম বা কতকগুলি বাড়ির সমষ্টিকে hamlet বলা হয়।
9.. A part of a word that can be pronounced separately-SSC CGL-2014
(a) Particle
(b) Sibilant
(c) Syllable
(d) Letter
✍️শব্দের একটি অংশ যা আলাদাভাবে উচ্চারণ করা যেতে পারে তাকে সিলেবল বা Syllable বলা হয়।যার অর্থ পদাংশ বা শব্দাংশ। যেমন -Beautiful শব্দটি তিনটি সিলেবল নিয়ে গঠিত=>Beau + ti + ful
✍️অনান্য শব্দের অর্থ:
✍️Particle:কণা
✍️Sibilant:স-কার যুক্ত ধ্বনি
✍️Letter:অক্ষর,বর্ণ
10. A drink usually made from a mixture of one or more alcoholic drinks-
SSC -CGL-2014
(a) Cocktail
(b) Liquor
(c) Mocktail
(d) Bisque
✍️Cocktail:ককটেল:একটি পানীয় সাধারণত এক বা একাধিক অ্যালকোহলযুক্ত মদের মিশ্রণ দিয়ে তৈরি-
✍️Liquor:মদ
✍️Mocktail:মকটেল:একাধিক বিনা অ্যালকোহলযুক্ত দ্রব্যের সংমিশ্রন।মূলত ফলের রস ও চিনি দিয়ে তৈরি করা হয়।
0 تعليقات