1.Affecting or relating to cows-SSC CGL-2014
(a) Feline
(c) Ovine
(b) Bovine
(d) Vulpine
bovine:গবাদি পশুর ন্যায়,adjective হিসাবে ব্যবহত হয়।- যেমন:The woman smiled at us in a bovine sort of way:মহিলাটি আমাদের দিকে তাকিয়ে একরকম ভাবে গরুর মতো হাসল।
✍️Feline:বিড়ালজাতীয়
✍️Ovine:ভেড়ার তুল্য
✍️Vulpine:শিয়ালের মতো
✍️canine: কুকুরের মতো
2. The sound made by sheep
SSC-2022
A.Bleat
B.Neigh
C.Grunt
D.Moo
✍️ভেড়ার ডাক কে Bleat বলে।
✍️Neigh:ঘোড়ার ডাক
✍️Grunt: শূকরের ডাক
✍️Moo: গরুর ডাক
3.Animals which suckle their young-
(a) Herbivores
(c) Carnivores
(b) Mammals
(d) Omnivores
✍️এখানে suckle শব্দটির অর্থ স্তন্যপান করান।
✍️যে প্রাণীগুলো তাদের বাচ্চাদের দুধ খাওয়ায় তাদের Mammals বলে যার বাংলা হল স্তন্যপায়ী প্রানী।
✍️Herbivores:তৃণভোজী
✍️Carnivores:মাংসাশী
✍️Omnivores:সর্বভুক
4.A large number of fish swimming together-
SSC MTS-2014
(a) Troupe
(c) Litter
(b) Swam
(d) Shoal
✍️.একসাথে সাঁতার কাটছে অনেক মাছের দলকে shoal বলা হয়।
✍️Litter:A litter of pups: একদল কুকুরছানা||A litter of kittens : একদল বিড়ালছানা||A litter of pigs :একদল শূকর||a litter of cubs||a litter of piglets:a litter of puppies||
✍️swarm::a swarm of ants||পিঁপড়ার ঝাঁক||
a swarm of bees||মৌমাছির একটি ঝাঁক||
A swarm of insects||পোকামাকড়ের ঝাঁক||
✍️a swarm of locusts||পঙ্গপালের একটি ঝাঁক||
troop::a troop of lions||সিংহের দল||
a troop of monkeys||বানরদের একটি দল
5.A list of things to be discussed at a meeting-
SSC MTS-2014
(a) Minutes
(b) Issues
(c) Agenda
(d) Data
✍️একটি মিটিং এ যা আলোচনা করা হবে তার বিষয়বস্তুগুলি তালিকাকে Agenda বলা হয়।
✍️ একটি মিটিং চলাকালীন যে বিষয়বস্তু গুলি উঠে আসে তার রেকর্ড কে Minutes বলা হয়।
✍️বিতর্ক বা আলোচনার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় বা সমস্যা।যেমন-the issue of racism||বর্ণবাদের ইস্যু
✍️Data:ডেটা:তথ্য বা উপাত্ত।
6. A figure with many angles or sides-
SSC MTS-2014
(a) Hexagon
(b) Octagon
(c) Polygon
(d) Pentagon
✍️চার বা চারের বেশি বাহু বা কোন বিশিষ্ট ক্ষেত্রকে বহুভূজ বা Polygon বলে।
✍️Hexagon:ষড়ভুজ
✍️Octagon:অষ্টভুজ
✍️Pentagon:পঞ্চভুজ
7.A medicine to nullify the effect of poison-
SSC CGL-2018
(a) Antigen
(b) Antidote
(c)Anticlimax
(d) Antibody
✍️বিষ ক্রিয়ার প্রভাব বাতিল করার জন্য যে ওষুধ ব্যবহার করা হয় তাকে Antidote বলে।
✍️অ্যান্টিজেন(Antigen) বাইরে থেকে পদার্থ যা শরীরে প্রবেশ করে। যেমন- ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, অ্যালার্জেন, বিষ
✍️Antibody বা অ্যান্টিবডি হল একটি প্রোটিন যা এই অ্যান্টিজেনগুলিকে আক্রমণ এবং লড়াই করার জন্য ইমিউন সিস্টেম দ্বারা উৎপাদিত হয়।
8.Book giving information about every branch of knowledge.
(A) Directory (B) Dictionary
(C) Encyclopedia (D) Dissertation
✍️জ্ঞানের প্রতিটি শাখা সম্পর্কে তথ্য প্রদানকারী বই Encyclopedia বলা হয় বাংলায় যাকে বিশ্বকোষ বলে।
✍️Directory:ডিরেক্টরি
✍️Dictionary:অভিধান
✍️Dissertation:প্রবন্ধ
9.Member of a tribe that wanders from
place to place with no fixed home.
(A) Vagabond (B) Nomad
(C) Wanderer (D) Truant
✍️এখানে wanders শব্দের অর্থ-:বেড়ান
✍️একটি উপজাতির সদস্য যা ঘুরে ঘুরে বেড়ায় এবং
কোন নির্দিষ্ট বাড়ি ছাড়া বিভিন্ন জায়গায় তাকে Nomad বলা হয় যার অর্থ যাযাবর
✍️Vagabond-লক্ষ্যহীন ভাবে ঘুরে বেড়ানো
✍️Truant::স্কুল-পালানো ছেলে,কোনো ছুটি বা বাখ্যা ছাড়ায় স্কুল থেকে পলায়ন।
10.Fit to be chosen
(A) Eligible
(B) Capable
(C) Suitable
(D) Valuable
✍️Fit to be chosen:নির্বাচন করা উপযুক্ত কে বলা হয়
✍️Eligible।
✍️Capable:সক্ষম
✍️Suitable:উপযুক্ত
✍️Valuable:মূল্যবান
✍️একটি নির্দিষ্ট কাজের জন্য পর্যাপ্ত বা প্রয়োজনীয় গুন থাকা থাকাকে Suitable বলা হয়।কোনো কিছুতে অংশগ্রহন করা বা কিছু করার ক্ষেত্রে প্রয়োজনীয় গুণাবলীর শর্তগুলি পূরন।
0 تعليقات