1.Appropriate||SSC CGL-2011,SSC CHSL-2014
(a) undeserved
(b) regardless
(c) preempted
(d) usurped
✍️১.Appropriate||উপযুক্ত=>এর বিপরীত শব্দ=>undeserved||অযোগ্য।
👉Ex:It is not appropriate for you to do this.||এটা করা তোমার জন্য উপযুক্ত নয়।
✍️২.অনান্য শব্দ:regardless-নির্বিশেষে✍️||preempted-কিছু ঘটা থেকে প্রতিরোধ || ✍️usurped||দখল করা।
2.Acquit||SSC-CHSL-2014,SSC Steno-2021
(a) mild
(c) condemn
(b) smart
(d) despair
✍️১.Acquit||খালাস দেওয়া,মুক্তি দেত্তয়া=> এর বিপরীত শব্দ=> condemn=>দোষী সাব্যস্ত করা
👉Ex-The court acquit two of the accused.||আদালত দুই আসামিকে খালাস দেন
✍️Galileo was condemned by the church.
✍️অনান্য শব্দের অর্থ:mild:হালকা||✍️smart:বুদ্ধিমান✍️smart:বুদ্ধিমান✍️despair||হতাশা
3.Amateur||SSC -CHSL-2011,2014
(a) Egoist
(b) Total
(C) Individual
(d) Professional
✍️১.Amateur||অপেশাদার কর্মী,শখের কর্মী=>এর বিপরীত শব্দ=>Professional||পেশাদার কর্মী।
✍️২.Ex:সে একজন অপেশাদার হওয়া সত্বেও পেশাদারির মতো কাজ করছে ||He is acting like a Professional despite being an amateur.
✍️৩.অনান্য শব্দের অর্থ:
✍️Egoist||অহংকারী||✍️Total||সম্পূর্ণ||✍️Individual||✍️Individual||পৃথক
4.Accustomed||SSC CHSL-2020
(a) Terrific
(c) Ordinary
(b) Fabulous
(d) Unusual
✍️১.Accustomed||usual:প্রচলিত,স্বাভাবিক, অভ্যস্ত =>এর বিপরীত শব্দ=>Unusual||অপ্রচলিত , অস্বাভাবিক,অনভ্যস্ত
✍️২. Ex:She had become accustomed to being lonely||সে একাকী থাকতে অভ্যস্ত হয়ে গিয়েছিল
✍️অনান্য শব্দের অর্থ:
✍️Ordinary||সাধারণ||✍️Fabulous:অবিশ্বাস্য✍️Terrific||ভয়ঙ্কর
৫.AFFINITY||SSC CGL-2019,SSC CHSL-2021
(a) aversion
(c) inclination
(b) weakness
(d) attraction
✍️১.AFFINITY||আকর্ষণ,অনুরাগ=>এর বিপরীত শব্দ=>aversion||বিদ্বেষ
✍️২.Ex:-I feel a strong affinity for her
✍️Do not hold aversion against anyone||কারো প্রতি বিদ্বেষ পোষণ করবেন না।
✍️৩.অনান্য শব্দের অর্থ:inclination||বাঁক✍️weakness||দুর্বলতা✍️attraction||আকর্ষণ।
৬.Anxiety||SSC CGL-2020
(a) Certainty
(c) Nervousness
(b) Restlessness
(d) Panic
✍️১.Anxiety-উদ্বেগ,দুশ্চিন্তা,উৎকণ্ঠা=> এর বিপরীত শব্দ=>Certainty||নিশ্চয়তা
✍️Ex:-She suffers from chronic anxiety. ||সে দীর্ঘস্থায়ী দুশ্চিন্তায় ভুগছে
👉We can have no certainty of success.||আমাদের সাফল্যের কোন নিশ্চয়তা থাকতে পারে না।
অনান্য শব্দের অর্থ:✍️Nervousness||নার্ভাসনেস
✍️Restlessness||বিশ্রামহীনতা
✍️Panic||আতঙ্ক
৭.AMBIGUOUS||SSC Steno -2019
(a) ambitious
(c) vague
(b) rare
(d) clear
✍️১.AMBIGUOUS||অস্পষ্ট =>এর বিপরীত শব্দ=>clear||স্পষ্ট।
✍️২.Ex-It is an ambiguous statement||এটি একটি অস্পষ্ট বিবৃতি
✍️ অনান্য শব্দের অর্থ:vague||অস্পষ্ট✍️rare||বিরল✍️ambitious||উচ্চাকাঙ্ক্ষী।
৮.Abase||SSC MTS-2014
(a) Elevate
(c)Belittle
(b) Seize
(d) Mount
১.✍️Abase-অবজ্ঞা, নিজেকে অন্যের চোখে হীন করা ,অপমান করা=>এর বিপরিণত শব্দ=>Elevate=>কাউকে উচ্চতর বা গুরুত্বপূর্ণ পদ প্রদান করা:
✍️২.Ex-He abased himself before his superior.||সে তার উর্ধ্বতনের সামনে নিজেকে অপমান করেছে।
👉We need candidates who can elevate our students.||আমাদের এমন প্রার্থী দরকার যারা আমাদের ছাত্রদের উন্নীত করতে পারে।
✍️অনান্য শব্দের অর্থ:
✍️Belittle||তুচ্ছতাচ্ছিল্য করা
✍️Seize||বাজেয়াপ্ত করা
✍️Mount||পর্বত
৯.Agitate|| SSC||CGL-2013
(a) please
(c) pacify
(b) disturb
(d) rouse
✍️১.Agitate||উত্তেজিত করা=>এর বিপরীত শব্দ=>pacify||শান্ত করা।
👉Ex-2.Don't agitate yourself||নিজেকে উত্তেজিত করবেন না।
👉২.পুলিশ উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করেছিল||The police tried to pacify the agitated crowd।
✍️অনান্য শব্দের অর্থ:
✍️please-সন্তুষ্ট করা
✍️disturb||বিরক্ত করা
✍️rouse||উদ্রেক করা
১০.Altruistic||SSC -FCI-2013
(a) evil
(c) cruel
(b) selfish
(d) unkind
✍️Altruistic||পরার্থবাদী,পরোপকারী =>এর বিপরীত শব্দ=>selfish:স্বার্থপর
✍️Ex-জগতে স্বার্থপর মানুষকে কেউ মনে রাখে না, পরার্থবাদী মানুষরাই জগতে পূজিত হয়||No one remembers selfish people in the world, altruistic people are worshiped in the world.
✍️অনান্য শব্দের অর্থ:
👉evil-অশুভ
👉cruel-নিষ্ঠুর
👉unkind-নির্দয়
0 تعليقات