1.No sooner did it begin to rain (that all
the guests) ran inside.SSC -CPO.-2019
1. No substitution required
2. so that all the guests
3. than all the guests
4. when all the guests
✍️১.কোনো কাজ করতে না করতেই,হতে না হতেই --এমন বোঝালে No sooner ------than ব্যবহার হয়।
👉২.No sooner had/did + Sub + v-3/V1 + than + Sub + v-2 + extension
👉৩.No sooner had the teacher entered the class than the students stood up.||শিক্ষক ক্লাসে প্রবেশ করার সাথে সাথে ছাত্ররা উঠে দাঁড়ালো।
👉৪.No sooner did the teacher leave the room, than the students began to talk.||শিক্ষিকা রুম থেকে বের হতে না হতেই ছাত্ররা কথা বলতে শুরু করে।
✍️৫.did আর had -দুটোই ব্যকরন গত ভাবে ঠিক কিন্তু অর্থগত কিছু তফাৎ আছে। did দিয়ে কোন সময়ে কাজ হয়েছে সেটা যখন নির্দিষ্ট থাকে কিন্তু had এর ক্ষেত্রে তা ঠিক থাকে না।
✍️৬.3. than all the guests-সঠিক উত্তর।
2.Tomatoes sown around July in the southern states are harvested inOctober.SSC-CPO-2019
1. Tomatoes sow around July
2. Tomatoes sowing around July
3. Tomatoes sown under July
4. No substitution required
✍️১.around শব্দের অর্থ =>কাছাকাছি,আশেপাশে
✍️২.Sow=>বপন করা। Sow =>sowed=>shown / sowed
✍️এখানে shown past participle হিসাবে ব্যবহৃত হয়েছে।past participle adjective হিসাবে কাজ করে।যেমন-The broken glass were repaired. ভাঙা গ্লাস অর্থাৎ যে কাজটি হয়ে গেছে।Boiled water||ফুটন্ত জল।spoiled kid.||নষ্ট বাচ্চা।
✍️noun এর পরে বসে adjective pharse হিসাবে ব্যবহৃত হতে পারে-
✍️Only girls interested in dancing can apply for this competition
||শুধুমাত্র নাচে আগ্রহী মেয়েদের এই প্রতিযোগিতায় নাম লেখাতে পারে।
এখানে interested past participle
✍️Tomatoes sown around July in the southern states are harvested in October||দক্ষিণ রাজ্যে জুলাই মাসের কাছাকাছি বপন করা টমেটো অক্টোবরে কাটা হয়।
✍️ সুতারাং No substitution required
3.When we arrived at Jhansi station, we are keeping our luggages in the cloak room.SSC CPO-2019
1. are keeping our luggage
2. kept our luggages
3. kept our luggage
4. No substitution
✍️১.বাক্যটি প্রথম অংশ past এ-আছে , অতএব পরের অংশ Past এ থাকবে।
✍️২.এবার luggage uncountable noun - তাই
luggages হবে না।
✍️৩.সুতারাং সঠিক উত্তর হবে-3. kept our luggage
✍️৪.Cloak room-হোটেল, রেলস্টেশন, থিয়েটারে ব্যাগ রাখবার ঘর।
4.You have finished your work, have you?SSC CPO-2019
1. haven't you
2. No substitution
3. did you
4. didn't you
You have finished your work=>পজিটিভ আছে।তাই question tag টি হবে =>negetive=>গঠন হবে =>be verb +not+pronoun?
সঠিক উত্তর|| haven't you
5.He waits to you for about two hours.SSC CPO-2019
1. has been waiting to you
2. has waiting for you
3. No substitution
4. has been waiting for you
✍️১.for about two hours=>কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো পর্যন্ত চলছে এমন বোঝালে present perfect continuous tense হয়।has /have +been+v-ing=>সঠিক উত্তর।
✍️২. to you সঠিক preposition নয়।সুতারাং সঠিক উত্তর হবে- has been waiting for you.
6.I know the girl that sells flowers on the
pavement .SSC CPO-2019
1. who
2. No substitution
3. which
4. what
person এর ক্ষেত্রে who বসে তাই সঠিক উত্তর who. এখানে pavement শব্দের অর্থ হল ফুটপাত।
7.The mother is slept while the child was
playing. SSC CPO-2019
1. is asleep
2. was slept
3. No substitution
4. was asleep
✍️sleep=ঘুমান=> verb asleep:ঘুমন্ত,নিদ্রিাবস্থায়=>adjective
✍️be verb+adjective=>He is happy.He is old.
✍️He is good.He is not good. He was old.He was happy.
✍️The mother was asleep while the child was playing.|| শিশুটি খেলার সময় মা ঘুমিয়ে ছিলেন।
8.He (cited) a number of reasons for his absence.SSC CPO-2011
(a) sited
(b) recited
(c) sighted
(d) No improvement
✍️১.cited =>শব্দের অর্থ উদ্ধৃতি,প্রমান দেওয়া,to mention,উল্লেখ করা
✍️sited=> site =>Location=>স্থান
✍️recited||আবৃত্তি করা
✍️sighted||দেখা
✍️২..He cited a number of reasons for his absence.||তিনি তার অনুপস্থিতির জন্য অনেক কারণ উল্লেখ করেছেন।
✍️৩.সঠিক উত্তর||(d) No improvement
9.Doctors are known for their (illegible) handwriting.SSC CPO-2011
(a) ineligible
(b) eligible
(c) incorrigible
(d) No improvement
✍️illegible||অস্পষ্ট
✍️eligible||যোগ্য
✍️incorrigible||সংশোধনাতীত
✍️ineligible||অযোগ্য
সঠিক উত্তর|| No improvement
10.Educational facilities in underdeveloped nations are often limiting.SSC steno-2011
(a) limited
(c) delimiting
(b) limitless
(d) No improvement
এখানে limiting, present continuous tense এর ক্ষেত্রে ব্যবহার করা হয়।কিন্তু অর্থ অনুযায়ী ও গঠন অনুযায়ী এখানে adjective এর প্রয়োজন। be verb+adjective=>যেমন -He is tried. সুতারাং সঠিক উত্তর হবে-limited .
0 تعليقات