29.কোনো দোলনায় বসে থাকা লোকটি উঠে দাঁড়ালে
দোলনার পর্যায়কাল
(A) বাড়বে
(B) একই থাকবে
(C) কমবে
(D) শূন্য হবে
33. একটি ব্যাটারিতে 10টি কোষ আছে যার প্রতিটির
তড়িৎচালক বল হল IV। যদি 2টি কোষ ভুলভাবে সংযুক্ত থাকে, তাহলে ব্যাটারির তড়িৎচ্চালক বল হবে
A)8V
B)10 V
(C) 6V
(D) 12V
39. তাপীয় পরিবাহিতা (k) এবং তড়িৎ পরিবাহিতা
( δ)-র সাপেক্ষে হীরকের (diamond) থাকে
(A) নিম্ন k ও উচ্চ δ
(B) উচ্চ k নিম্ন δ
(C) উচ্চ k ও উচ্চ δ
(D) নিম্ন k এবং নিম্ন δ
53.0K এ থাকা শুদ্ধ সিলিকন হল-
(A) অর্ধপরিবাহী
(B) ধাতু
(C) অন্তরক
(D) অতিপরিবাহী
52. একটি ভারী বস্তু ও একটি হালকা বস্তুর একইগতিশক্তি আছে। তাহলে
A) ভারী বস্তুটির অধিক ভরবেগ থাকবে।
(B) হালকা বস্তুটির অধিক ভরবেগ থাকবে।
(C) দুটির ভরবেগ সমান হবে।
(D) দুটির একই কৌণিক ভরবেগ থাকবে।
54. সৌরচুল্লী কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে?
(A) বোলোমিটার
(B) পাইরোমিটার
(C) গ্রিনহাউস
(D) সৌর আলোকতড়িৎ কোষ
56. কোনো জলাধারে ভাসতে থাকা নৌকার যাত্রীরা যদি জলাধার থেকে জলপান করে, তবে জলাধারের জলের লেভেল কী হবে?
(A) নীচে নেমে যাবে।
(B) উপরে উঠবে।
(C) বায়ুমণ্ডলীয় চাপের উপর নির্ভর করবে।
(D) একই থাকবে।
64. একটি হিটারের তারের দৈর্ঘ্য 10% কমালে, হিটারের
(A) আনুমানিক 9% বাড়বে।
(B) আনুমানিক 11% বাড়বে।
(C) আনুমানিক 19% বাড়বে।
(D) আনুমানিক 10% কমবে।
67. আদর্শ গ্যাসের অণুর জন্য rms বেগ এবং most probable বেগের অনুপাত হল
(A) √3 : 1
(B) 1 :√3
(C) √3 : √2
(D)√2 : √3
84.শুষ্ক বরফ হল
(A) -23°C উষ্ণতার বরফ
(B) 4°C উষ্ণতার বরফ
(C) কঠিন SO
(D) কঠিন CO2
100. নীচের মধ্যে কোনটি দূরত্বের একক নয়?
(A) আলোকবর্ষ
(B) পারসেক
(C) ফার্লং
(D) জিফি
126. চাঁদ এবং পৃথিবীর ব্যাসের আনুমানিক অনুপাত হল
(A) 1:2
(B) 1:5
(C) 1:4
(D) 18
130. একটি গাড়ি যদি অতিক্রান্ত দূরত্বের অর্ধেক সমদ্ৰুতি V1 এবং অপর অংশ.V2 সমদ্রুতি নিয়ে যায়, তাহলে গাড়িটির গড় দ্রুতি হবে
0 Comments