1.One who can use either hand with ease
SSC GD-2021
a.Skilled
b.Disabled
c.Single-handed
d.Ambidextrous
✍️ambi-মানে "both", এবং dexter মানে "right" অথবা "favorable". অর্থাৎ উভয়ই উপযোগী।Ambidextrous এর অর্থ হল দুহাত সমানভাবে ব্যবহারে পারদর্শী,সব্যসাচী।
✍️Ambi দিয়ে আরোও কিছু শব্দ:
✍️ambivalence-দোটানা,দোদুদ্যমানতা
✍️Ambivert : অন্তর্মুখী( introversion) ও বহির্মুখী (extroversion) উভয় গুন যুক্ত।
✍️Ambiguity-দ্ব্যর্থক বাক্য
✍️অন্য শব্দগুলি:
✍️Skilled:দক্ষ
✍️Single-handed- একা হাতে
✍️Disabled- অক্ষম,বিকলাঙ্গ
2.One who feeds on human flesh
a.Carnivorous
b.Cannibal
c.Demon
d.Non-vegetarian
✍️Cannibal শব্দের অর্থ হল নর খাদক, মানুষ খেকো।মানুষ যে মানুষের মাংস খায়।
✍️অন্য শব্দের অর্থ হল-
✍️Carnivorous-মাংসাশী
✍️Demon-দানব
✍️Non-vegetarian-আমিষাশী
3.A critical judge of any art and craft
SSC-2019
a.Comrade
b.Curator
c.Connoisseur
d.Crusader
✍️শিল্পকলা প্রভৃতির সমঝদার ব্যক্তিকে Connoisseur(কনসেইর),রসজ্ঞ ব্যক্তি
✍️Comrade-a member of the same political group, especially a communist or socialist group or a trade union-কমরেড
✍️Curator-কিউরেটর,নাবালকের অভিভাবক,যাদুঘর বা চিত্রশালার তত্ত্বাবধায়ক
✍️Crusader:ক্রুসেডের।। ধর্মযোদ্ধা
4. A person who regards the whole world as his country
UPTET-2014
a. Patriot
b.Nationalist
c.Cosmopolitan
d.Metropolitan
✍️একজন ব্যক্তি যিনি সমগ্র বিশ্বকে তার দেশ হিসাবে বিবেচনা করেন তাকে Cosmopolitan বলা হয়।এর বাংলা অর্থ হল বিশ্বনাগরিক।
✍️অনান্য শব্দের অর্থ>
✍️Patriot-দেশপ্রেমিক
✍️Nationalist-জাতীয়তাবাদী
✍️Metropolitan-মহানগর
5.Someone who leaves one country to settle in another
A.Emigrant
B.Immigrant
C.Foreigner
D.Imminent
✍️যে এক দেশ ছেড়ে অন্য দেশে বসতি স্থাপন করে তাকে Emigrant বলে।
✍️migrant -একজায়গা থেকে অন্য জায়গায় যাওয়া বা একদেশ থেকে অন্য দেশে গিয়ে কিছুদিনের জন্য থাকা এবং ফিরে আসা স্থায়ী ভাবে নয়।যেমন পরিযায়ী পাখি, পরিযায়ী শ্রমিক।
✍️Emigrant এর ক্ষেত্রে E মানে out of বাইরে migrant মানে বাইরে অন্যত্রে।এক্ষেত্রে স্থায়ীভাবে বাইরে দেশে বসবাস করা।বাংল অর্থ করলে হবে দেশান্তরী।
✍️immigrant -বাইরে দেশ থেকে আসা। এখানে im শব্দের অর্থ হল inter.বাংলাতে এর অর্থ হল প্রবাসী।
✍️Foreigner-বিদেশী
✍️Imminent-about to happen-ঘটতে চলেছে,অনিবার্য
কিন্তু মনে রাখতে হবে Eminent শব্দের অর্থ বিশিষ্ট, বিখ্যাত।
6.someone who runs away from justice
SSC CHSL-2020
A.stowaway
B.cheat
C.thief
D.fugitive
✍️কেউ যে বিচার ব্যবস্থা থেকে পালিয়ে বেড়ায় তাকে fugitive বলা হয়।অ্যারেস্ট হওয়ার ভয়ে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়ায়।যেমন -বিজয় মালিয়া।
✍️stowaway:a person who hides on a ship, aircraft, or other vehicle:একজন ব্যক্তি যে জাহাজে লুকিয়ে থাকে।
✍️cheat-প্রতারণা করা
✍️thief -চোর
7.A lover of good food
DSSSB-2022
A.Connoisseur
B.Gourmet
C.Buffet
D.Chef
✍️পানভোজনবিলাসী ব্যক্তি কে Gourmet বলা হয়।
✍️Connoisseur:গুণগ্রাহী
✍️Buffet :বুফে হল স্বপরিবেশন করা
✍️Chef-সেফ হোটেল ইত্যাদির রাঁধুনি
8.One who does not express himself freely
DSSSB-2019
a.Henpeck
b.Introvert
c.Iconoclast
d.Extrovert
✍️যে নিজেকে স্বাধীনভাবে প্রকাশ করে না তাকে Introvert বলে। Introvert হল অন্তর্মুখী যে নিজেকে গুটিয়ে রাখে।
✍️Extrovert হল introvert এর বিপরীত শব্দ অর্থাৎ বহির্মুখী।
✍️Iconoclast-(আইকনোক্লাস্ট) প্রতিমাচূর্ণকারী,প্রতিমাপূজাবিরোধী ব্যক্তি
✍️Henpeck: নারী সঙ্গী বা স্ত্রীর উপর কর্তৃত্ব করা
যেমন-henpecked husband
9.One who is unable to pay his debts/Incapable of paying debts
SSC CGL-2020
a) Extravagant
b) Obsolete
c) Insolvent
d) Corrupt
✍️পাওনা ঋণ পরিশোধ করতে অক্ষমতাকে Insolvent বলে।বাংলায় অর্থ হল দেউলিয়া।bankrupt, Insolvent এর সমার্থক।তবে অর্থগত কিছুটা পার্থক্য আছে।insolvent হল দেউলিয়া হওয়ার আর্থিক অবস্থা আর bankrupt হল আইনগতভাবে ঘোষনা করে যে সে আর অর্থ দিতে পারবে না।
✍️অর্থ ব্যয় বা সম্পদ ব্যবহারে সংযমের অভাব কে Extravagant বলে।এককথায় বেহিসাবী
✍️Obsolete হল অপ্রচলিত অর্থাৎ যার প্রচলন নেই।
✍️Corrupt:দুর্নীতিগ্রস্ত
10.A person who dislikes humankind and avoids human society/one who hates mankind-
UPTET-2017
a.Nazist
b.Fascist
c.Misanthrope
d.Sadist
✍️যে ব্যক্তি মানবজাতিকে অপছন্দ করে এবং মানব সমাজকে এড়িয়ে চলে তাকে Misanthrope বলে।
✍️Misanthrope শব্দটি Miso যার অর্থ ঘৃনা এবং anthrope যার অর্থ মানুষ -এই দুটি শব্দ নিয়ে তৈরি হয়েছে।anthrope দিয়ে শব্দ study of humans.-anthropology।✍️one who loves humans-philanthropist:
✍️Nazist: জার্মানে উদ্ভূত এক মতবাদ যার প্রধান প্রবক্তা হলেন হিটলার। ইহুদিদের প্রতি তীব্র বিদ্বেষ থেকে উদ্ভূত হয় এই মতবাদ। নাৎসিবাদের বক্তব্য ছিল শ্বেতাঙ্গদের মধ্যে জার্মানরাই ছিল শ্রেষ্ঠ। তারা মনে করতেন আর্যদের বিশুদ্ধ রক্ত তাদের মধ্যে বইছে।
✍️Fascist:ফ্যাসিবাদ হল স্বৈরাচারী শাসন ব্যবস্থা।যার শাসন ব্যবস্থার মূল উৎস হল বল প্রয়োগের মাধ্যমে, দমন পীড়নের মাধ্যমে শাসন কার্য পরিচালনা করা।
✍️Sadist:অন্যদের বেদনা, যন্ত্রণা, বা অপমানিত করে আনন্দ লাভ করা
0 Comments