1.Be more successful than someone (SSC CPO-2020)
(1) beat
(2) win
(3) succeed
(4) outdo
✍️outdo||কারো চেয়ে বেশি বা ভালো করা✍️beat-প্রহার করা,মারধর করা ✍️অনান্য শব্দের অর্থ:win-জয়লাভ করা,succeed||জয়লাভ করা
2.A person who draws or produces maps||SSC CHSL-2021
(a) Chauffer
(b) Cartographer
(d) Choreographer
(c) Calligrapher
✍️একজন ব্যক্তি যিনি মানচিত্র আঁকেন বা তৈরি করেন তাকে Cartographer বলা হয়।✍️ অনান্য শব্দের অর্থ=>Chauffer (সোফার) ড্রাইভার বা চালক✍️Choreographer||কোরিওগ্রাফার,নৃত্য পরিকল্পনা কারী✍️Calligrapher||ক্যালিগ্রাফার,শিল্পস্বরূপ হস্তরেখা
3.Work for which no salary is paid-SSC -2020
(a) Optional
(b) Honorary
(c) Mandatory
(d) Bonus
✍️যে কাজের জন্য কোন বেতন দেওয়া হয় না- Honorary বা বিনাবেতনে বলা হয়।✍️অনান্য শব্দের অর্থ-Optional||ঐচ্ছিক✍️Mandatory||বাধ্যতামূলক✍️Bonus||বোনাস
4.A box or cage for rabbits or small animals-SSC CPO-2019
(a) lair
(b) hutch
(c) menagerie
(d) kennel
✍️খরগোশ অথবা ছোট প্রানী রাখার বাক্স কে hutch বলা হয়।✍️lair||পশুর গুহা বা খোঁয়াড় বা আশ্রয়স্থান
✍️menagerie=>বন্য পশু রাখার স্থান ✍️kennel||কুকুর রাখার ঘর
5.One who plans the steps and moves in a dance||SSC CPO-2019
(a) composer
(b) choreographer
(c) producer
(d) director
✍️একজন যিনি নাচের স্টেপ ও নড়াচড়ার পরিকল্পনা করেন তাকে choreographer (কোরিওগ্রাফার) বলা হয়।✍️অনান্য শব্দের অর্থ:composer||গীতিকার✍️producer||প্রয়োজক✍️director||পরিচালক
6.A small building or room used for Christian worship in a school, prison, hospital or large private house.||SSC CPO-2019
(a) church
(c) chapel
(b) cathedral
(d) congregation
✍️একটি স্কুল, কারাগার, হাসপাতাল বা বড় ব্যক্তিগত বাড়িতে খ্রিস্টান উপাসনার জন্য ব্যবহৃত একটি ছোট ভবন বা ঘর কে বলা হয় chapel✍️অনান্য শব্দের অর্থ-
church||গির্জা ✍️cathedral||ক্যাথেড্রাল||বৃহৎ গির্জা✍️congregation||ধর্মসভা
7.The sound of a crow||SSC CPO-2019
(a) cackle
(c) caw
(b) creak
(d) cluck
✍️কাকের ডাককে caw বলে।✍️অনান্য শব্দের অর্থ-
cackle=>মুরগি,রাজহাঁস ডাক✍️দরজার শব্দকে creak বলা হয়।✍️cluck=>মুরগীর ডাক
8.A person, animal or plant much below the
usual height||SSC CGL-2019
(a) creature
(c) wizard
(b) witch
(d) dwarf
✍️কোনো ব্যক্তি, প্রাণী বা উদ্ভিদ স্বাভাবিক উচ্চতার চেয়ে কম উচ্চতা সম্পন্ন হলে তাকে dwarf বলা হয় যার বাংলা অর্থ বামন।✍️অনান্য শব্দের অর্থ-wizard||জাদুকর✍️witch=>জাদুকরী,ডাইনি✍️creature||জীবজন্তু
9.A large bedroom for a number of people in an institution||SSC CPO-2020
(b) apartment
(d) dormitory
(a) chamber
(c) auditorium
✍️একটি প্রতিষ্ঠানের অনেক লোকের থাকার জন্য একটি বেডরুমকে বলা হয় dormitory ✍️ অনান্য শব্দ =>apartment||অ্যাপার্টমেন্ট,বড়ো বাড়ির স্বয়ংসম্পূর্ণ মহল✍️chamber||সভাকক্ষ✍️auditorium||অডিটোরিয়াম,প্রেক্ষাগৃহ
10.That which cannot be satisfied.SSC CGL-2019
(a) incredible
(c) improbable
(b) insatiable
(d) impossible
✍️যা সন্তুষ্ট করা যায় না তা হল insatiable||অতৃপ্ত
✍️অনান্য শব্দ=>অনান্য শব্দ=>incredible||অবিশ্বাস্য ✍️improbable||অকল্পনীয়✍️impossible||অসম্ভব
0 Comments