1.She (read that novel) since she got up in the morning.
SSC CGL-2018
(a) No improvement
(b) reads that novel
(c) has been reading that novel
(d) has read that novel
সে সকালে উঠেছিল এবং বইটি তখন থেকে পড়ছিল বোঝাতে চাইছে বাক্যটি তাই present perfect continuous tense হবে।কোনো কাজ অতীতে শুরু হয়েছে এবং এখনও চলছে বোঝাতে present perfect continuous tense হয়।
সুতারাং has been reading that novel সঠিক উত্তর হবে।
2.If I have money, (I purchase) this
house.
SSC CGL-2018
(a) I will purchase
(b) I have purchased
(c) I purchased
(d) No improvement
বাক্যটি first conditional sentence এ আছে,তাই
গঠন হবে:If+ present indefinite,Future indefinite
সুতারাং I will purchase হবে।
3. I (try to solve) this problem at least for
two hours.
SSC CGL-2018
(a) have been trying to solve
(b) tried to be solving
(c) am try to solve
(d) No improvement
since/for থাকলে perfect বা perfect continuous tense হয়।
কোনো কাজ অতীতে শুরু হয়েছে এবং এখনও চলছে বোঝাতে present perfect continuous tense হয়।
have been trying to solve -সঠিক উত্তর হবে।
4.If you listen to the English news, (it improve) your English.
SSC CGL-2018
(a) No improvement
(b) it will improve
(c) it improved
(d) it is improving
বাক্যটি first conditional sentence এ আছে,তাই
গঠন হবে:If+ present indefinite,Future indefinite
it will improve ---সঠিক উত্তর হবে।
5.The Head has been( so busy to go
through) these files and resolve the
matter.
(a) such busy to go through
(b) too busy to go through
(c) No improvement
(d) too so busy to go through
too+adj+to---------এতই -------যে
বৃদ্ধ লোকটি এতই দূর্বল যে সে হাটতে পারে না---
The old man is too weak to walk।
সুতারাং এক্ষেত্রে too busy to go through হবে।
Go through -গভীর ভাবে পড়া,কোনো কিছু পরীক্ষা করা
6.You won't tell the secret,(won't you)?
SSC CGL-2018
(a) No improvement
(b) would you
(c) will you
(d) isn't it
---->sentence টি যদি negetive অর্থ বোঝায় তবে question tag টি positive হবে।
won't=will not
will you?
7.They didn't see you, (is it)?
SSC CGL-2018
(a) wasn't it
(b) did they
(c) no improvement
(d) have they
sentence টি যদি negetive অর্থ বোঝায় তবে question tag টি positive হবে।
sentence টি past tense এ আছে , সুতারাং এক্ষেত্রে question tag টি হবে--did they
8.Each dancer performed( very well that)
it was difficult to judge who the best was
SSC CGL-2018
(a) so well that
(b) such very well that
(c) No improvement
(d) such well that
so,too,very adverb হিসাবে ব্যবহৃত হয় ।প্রতিটির অর্থ খুব এই অর্থে ব্যবহত হয়।কোন বাক্য কোন কিছুর জন্য কোনো কিছু ঘটলে অর্থাৎ cause and effect বোঝালে সেক্ষেত্রে so-----that বসে।
So adjective কে জোর দিতে ব্যবহৃত হয়।
যেমন-বাক্সটি এতই ভারী যে আমি এটি তুলতে পারি না-
The box is so heavy that I cannot lift it.
too -সাধারনত negetive sentence এ ব্যবহত হয়।
He is too weak.
He is too strong. এর বদলে He is very strong.
He is so strong যদি লেখা হয় তাহলে strong কে জোর দেওয়া হয় বা emphasis করা হয়।
9.He came late, (wasn't it)?
SSC CGL-2018
(a) isn't it
(b) didn't he
(c) No improvement
(d) did he
sentence টি যদি positiveঅর্থ বোঝায় তবে question tag টি negetive হবে।
sentence টি past tense এ আছে , সুতারাং এক্ষেত্রে question tag টি হবে--did he
10.His school was 7 km away from his
house. I wondered how he covered (so
long distance) daily on foot.
SSC CGL-2018
(a) so long the distance
(b) such long distance
(c) No improvement
(d) such a long distance
so adjective বা adjective phrase এর আগে বসে।
যেমন -She is so strong.
She sang so beautifully.
strong এর পর কোনো noun নাই।
Such ব্যবহত হয় noun বা noun phrase এর আগে।
such a long distance-এত দীর্ঘ দূরত্ব
Such a good boy -এত ভালো ছেলে
a good boy -noun phrase.
যেহেতু এখানে noun distance বোঝাচ্ছে তাই such a long distance হবে।
11.We had never seen (so strong
blizzard). The wind speed was 130 km per hour.
SSC CGL-2018
(a) no improvement
(b) such strong a blizzard
(c) such a strong blizzard
(d) so strong the blizzard
so adjective বা adjective pharse এর আগে বসে।
যেমন -She is so strong.
She sang so beautifully.
strong এর পর কোনো noun নাই।
Such ব্যবহত হয় noun বা noun phrase এর আগে।
such a long distance-এত দীর্ঘ দূরত্ব
Such a good boy -এত ভালো ছেলে
a good boy -noun phrase.
blizzard- প্রবল তুষার ঝড়-noun
সুতারাং এক্ষেত্রে such a strong blizzard
12.We can't live without water, (will we)?
SSC CGL-2018
(a) won't we
(b) can we
(c) No improvement
(d) do we
sentence টি যদি negetive অর্থ বোঝায় তবে question tag টি positive হবে।
can we
13.Nisha is( more funnier) than Natasha.
(A) funnier
(3) funniest
(C) quite funny
(D) No improvement
funny, funnier , funniest ---more funnier double comparative হয়ে যাচ্ছে।সুতারাং এক্ষেত্রে funnier হবে।
14.Either Vijay or Vimal (are) going to be
selected for the match,
(A) has
(B) is
(C) have been
(D) No improvement
going to:
I am going to buy a mobile next month.
আমি আগামী মাসে একটি মোবাইল কিনতে যাচ্ছি-
কমিটি পরের ম্যাচের জন্য তাদের নির্বাচন করতে যাচ্ছে
The committee is going to select them for the next match
Passive এ থাকলে উপরের বাক্য গুলিতে to be হয়ে যায়।
neither ----nor
either-----or এর ক্ষেত্রে nor বা or এর পর যে noun থাকে তার উপর নির্ভর করে, subject singular হবে না plural হবে।
Neither Rachel nor her sisters were telling the truth.
যেমন উপরে her sisters plural আছে বলে plural verb were নিয়েছে।
এক্ষেত্রে, Vimal singular subject বলে singular subject হবে।
15.My uncle presented me the (more) expensive watch.
a.much
b.mere
c.most
d.No improvement
Expensive, more expensive, most expensive -বাক্যটি superlative degree তে আছে ---তাই the most expensive হবে।
16.After they (had finished) eating they went for a walk.
(a) no improvement
(b) have finished
(c) finish
(d) will finish
দুটি কাজ অতীত কালে ঘটে থাকলে, যেটি আগে ঘটে, সেটা তে Past perfect tense এ হয় এবং যেটি তারপরে
17.I called you,( and) you didn't pick the call.
SSC-2017
(b) for
(d) No improvement
(a) so
(c) but
বাক্যে বৈপরীত্য বোঝাচ্ছে, তাই and এর বদলে but হবে।যখন বাক্যে দুটি independent clause ব্যবহার করা হয় তখন কমা (,) ব্যবহার করা হয়।
18.We sat on the floor to eat dinner and he (appreciate) the fresh food my mother served.
SSC-2018
(a) had appreciated
(c) will appreciate
(b) appreciated
(d) no improvement
coordinating conjunction দুটি phrase, clause, word যুক্ত হলে ব্যকরনের নিয়ম অনুসারে একই verb patern অনুসরন করে। শুধুমাত্র যে verb patern একই অনুসরন করে তাই নয় একই একই parts of speech ও অনুসরন করে।মূল যে coordinating conjunction আছে সেগুলি হল
.for, and, nor, but, or, yet, or so-মনে রাখার সহজ উপায় হল FUNBOYS -ইংরেজিতে একে parallelism বলা হয়।
যেমন-
I work quickly and careful (Wrong)
I work quickly and carefully ( correct)
সুতারাং উপরে যেহেতু প্রথম অংশে present indefinite আছে তাই and এর পর present indefinite হবে।
19.We sat there ( enjoy) the view.
SSC -2018
(a) enjoyed
(c) enjoys
(b) enjoying
(d) no improvement
উপরের বাক্যে দুটি verb বসেছে।কিন্তু দুটি verb কে এই ভাবে বসাতে গেলে to infinity বা gerund (verb এর সাথে ing) বসাতে হয়।
সুতারাং এক্ষেত্রে enjoying হবে।
আমরা সেখানে বসে দৃশ্য উপভোগ করছিলাম
20.Either she or her friends have planning to come here.
SSC CHSL-2017
(a) is planning
(c) are planning
(b) has planning
(d) No improvement
নিকট ভবিষ্যৎ এ কোনো কাজের জন্য প্ল্যানিং করা হলে বা কোনো আয়োজন করা হলে তখন present continuous tense ব্যবহার করা হয়।
or এর পর যে noun বা pronoun থাকে সেটাকেই subject ধরে verb এর সাথে agreement করতে হয়।এখানে her friends singular subject
0 Comments