1.The interesting tale( had its beginning) more than fifty years ago.
(A) was started
(B) initiated
(C) began
(D) No improvement
✍️ago থাকলে সাধারনত past indefinite হয় তাই এক্ষেত্রে began সঠিক উত্তর। initiated শব্দটি প্রযোজ্য হতে পারে।কিন্তু মনে রাখতে হবে,কোনো সামাজিক প্রথা চালু করা, কোনো পরিকল্পনা চালু করা,কোনো টেস্ট বা ইনভেস্টিগেশন, কোনো ধর্মীয় রীতি নীতি চালু করার ক্ষেত্রে সাধারনত initiated শব্দটি ব্যবহার করা হয়।
✍️Who initiated the Chipko Movement in India?
✍️Such a study is now possible and has been initiated.
✍️তবে initiate, begin, start, commence -এগুলি সমার্থক শব্দ।
2.She was( So tired to Work) any longer.
(a) so tired to not work
(b) so tiring to work
(c) No improvement
(d) too tired to work
যখন কেউ কোনো কিছু ছিল বা কোনো কিছু ঘটনা ঘটছিল এখন আর তা নেই --এরকম অর্থ বোঝাতে no longer বা any longer ব্যবহার করা হয়।
তিনি আর শিক্ষক নন-She is no longer a teacher.
no longer এমনিতেই negetive.কিন্তু বাক্যটি any longer দিয়ে প্রকাশ করলে এমন
She is not a nurse anylonger.
সে আর এখানে থাকে না-
He no longer lives here.
He doesn't live here any longer /anymore.
সে আর চলতে পারে না-
He can't walk anymore/any longer.
He can no longer walk.
any longer এর বদলে anymore ও ব্যবহার করা যায়।
তবে আমেরিকান ইংলিশে anymore ও any more এর মধ্যে তফাৎ আছে।
anymore=> any longer
any more=>in additional =>অতিরিক্ত
I simply can't eat any more meat.আমি অতিরিক্ত মাংস খেতে পারি না-
কিন্তু too -----to এমনিতেই negetive তাই --- any longer এর সাথে negetive আর দরকার নেই।
He is too weak to walk.-সে এতই দূর্বল যে হাটতে পারে না।
too tired to work হবে।
3.It is reported that everyday( India witnessing the death) of over 2000 babies aged less than one year.
SSC CHSL -2020
India will be witness the death
India witnesses the death
No improvement
India witness the death
রিপোর্ট করা হয়েছে যে প্রতিদিন ভারত এক বছরের কম বয়সী 2000 টিরও বেশি শিশুর মৃত্যুর সাক্ষী।
এখানে everyday আছে।present indefinite tense regulr, normal অথবা চিরন্তন সত্য বোঝালে ব্যবহত হয়।নিচের শব্দগুলি থাকলে সধারনত present indefinite tense হয়।সুতারং এক্ষেত্রে India witnesses the death -সঠিক উত্তর হবে।
সাধারনত : এই শব্দগুলি থাকলে always, every, never, normally, now and then (মাঝে মাঝে), occasionally, often, rarely, seldom, sometimes, usually. present indefinite tense হয়।
সঠিক উত্তর :A
5.Our microwave oven is out of order and (repairing is needed) for it.
need to be repairing.
No substitution required
needs to be repaired
needing that it be repaired.
কোনো কিছু করা দরকার বোঝাতে need to be+v3 বসানো হয়।অর্থাৎ কোনো কাজ হয় নি বাকী আছে করতে হবে।
This room needs to be cleaned.
Our microwave oven is out of order and needs to be repaired for it.
out of order:not working properly : not able to be used
0 Comments