1.A short journey for pleasure.
SSC-CPO-2017
(a) holiday
(c) excursion
(b) stroll
(d) sniper
আনন্দের জন্য একটি ছোট ভ্রমন-
holiday:ছুটি বা অবকাশ
excursion:প্রমোদ ভ্রমন, আনন্দের জন্য সাধারনত দলগত ভাবে কোথাও ঘুরতে যাওয়া।
We enjoyed the excursion very much.
stroll:যখন কোনো ব্যক্তি ধীরে সুস্থে চারিপাশ দেখতে দেখতে হাটে তখন stroll শব্দটি ব্যবহার করা হয়।কোনো গন্তব্যে যাওয়ার উর্দেশ্যে হাটা নয়।The whole family was enjoying a leisurely stroll in the sunshine.
sniper:স্নাইপার,নিশানাবাজ
2. An Obstetrician deals with
WBCS-2022
(A) Child disease
(B) Liver disease
(C) Pregnancy & childbirth
(D) Nerve disease
Obstetrician শব্দটি এসেছে obstetrix থেকে যার অর্থ হল Midwife. Midwifery -( , মিড ওয়াইফেরী) midwifecএর specialization। Obstetrician দের কাজ হল গর্ভবতী মহিলা ও সদ্যজাত শিশুদের যত্ন নেওয়া।প্রসঙ্গত GNM এর সম্পূর্ন নাম - General Nursing and Midwifery.
3. One who talks continuously.
WBCS-2022
(A) Voracious
(B) Impecunious
(C) Loquacious
(D) Avaricious
Voracious: voracious শব্দটি vorare থেকে এসেছে যার অর্থ to eat greedily-লোভের সাথে খাওয়া।এই শব্দটির অর্থ অতিভোজী। নিচে আর ও কিছু শব্দের যাদের root word vorare.
carnivorous-মাংসাশী
graminivorous-যারা ঘাস খেয়ে বেঁচে থাকে
herbivorous-তৃণভোজী
omnivorous -সর্বভুক
Impecunious- pecunia শব্দ থেকে এসেছে যার অর্থ টাকা (money)।having little or no money.কখনো অর্থ ছিল না এই অর্থে বোঝাতে
Pecuniary - আর্থিক সংক্রান্ত
Peculium- ব্যক্তিগত সম্পত্তি
Pecunia - money
কিন্তু
peculiar- অদ্ভুত
Loquacious:loqui থেকে যার অর্থ to speak.কথা বলা।এর অর্থ হল বাচাল।
1.Blandiloquent : Talking in a sweet voice
2. Circumlocution: Using more words than necessary in a talk
3. Elocution: The art of speaking/talking clearly
4. Eloquent: One who talks fluently.
5. Lonqiloquence : Talking lengthily
6. Omniloquence: Talking about everything
7. Pleniloquence : Talking excessively
8. Soliloquy: An act of talking out loud to oneself in a play
9. Somiloquence: Talking in one’s sleep
10. Ventriloquism: Talking with inner voice, not moving the lips
Avaricious:সম্পত্তির জন্য অত্যাধিক লোভ
4. Creature having both male and female organs:
WBCS-2022
(A) Sodomite
(B) Homosexual
(C) Masochist
(D) Hermaphrodite
Sodomite:a person who engages in anal sexual intercourse.পায়ুকামী
সডোম এবং গোমোরাহ নামে বাইবেলে উল্লেখিত দুটি পাশাপাশি শহর পাপের কারনে ঈশ্বর ধ্বংস করে দেয়।এখান থেকেই পরবর্তীতে এই শব্দটি উৎপত্তি হয়েছে।
Homosexual:sexual or romantic attraction to people of one's same sex:একই লিঙ্গের প্রতি আকর্ষন
Masochist: (ম্যাসেকিস্ট)একজন ব্যক্তি যে বেদনা ও কষ্টে আনন্দ পায়।আঘাত বা নির্যাতিত হওয়ার মধ্যে যৌন আনন্দ।Masochist এক জার্মান উপন্যাসের চরিত্র তার নাম অনুযায়ী শব্দটি সৃষ্টি হয়েছে যে এমন আনন্দ পেত।
Hermaphrodite:an animal or plant having both male and female reproductive organs
গ্রীক পৌরানিক কাহিনী অনুযায়ী হারমাফ্রোডাইট শব্দটি হার্মিস এবং অ্যাফ্রোডাইটের পুত্র থেকে উদ্ভূত হয়েছে, যার দেহ পরী সালমাকিসের সাথে একত্রিত হওয়ার পরে পুরুষ এবং মহিলা উভয় বৈশিষ্ট্যের সাথে আরও নিখুঁত রূপ ধারণ করে।
উদাহরন:কেঁচো (earthworms)ও শামুক ( snails.)
5.Compulsion to steal/A person with strong desire to steal.
SSC MTS-2020
Megalomania
Pyromania
Kleptomania
Nymphomania
Megalomania : নিজেকে বড় বা শক্তিশালী বলিয়া ভাবার বাতিক
Megalo prefix টি বড়ো,মহান এই অর্থে ব্যবহত হয়।
megalocardia- হার্ট বড়ো হয়ে যাওয়া
megalopolis:বড়ো শহর
Pyromania: Pyr prefix টি Fire বা hot এই অর্থে ব্যবহার করা হয়।
pyrometer:উচ্চ তাপ মাপার যন্ত্র
Pyrexia: জ্বর জ্বর ভাব
Kleptomania :চুরি করার বাতিক:
bibliokleptomania: বই চুরি করার বাতিক
Nymphomania:a woman with very strong sexual desires:স্ত্রী লোকের কাম বাতিক
6.A person who is blamed for the wrong doings of others
SSC-CGL-2017
Bursar
Captor
Phlegmatic
Scapegoat
.একজন ব্যক্তি যিনি অন্যের অন্যায় কাজের জন্য দায়ী।
Phlegmatic:সহজে উত্তেজিত হয় না শান্ত স্বভাবের এমন
Scapegoat:(স্কেপগট) বলির পাঁঠা। প্রাচীন কালে ইহুদিরা তাদের
পাপ গুলি ছাগলের উপর চাপিয়ে দিয়ে উচু পাহাড়ে পাঠিয়ে দিত।
7. An old unmarried woman
SSC CGL-2017
a) Sniper
b) Masochist
c) Spinster
d) Septuagenarian
sniper:স্নাইপার,নিশানাবাজ
Masochist: (ম্যাসেকিস্ট)একজন ব্যক্তি যে বেদনা ও কষ্টে আনন্দ পায়।আঘাত বা নির্যাতিত হওয়ার মধ্যে যৌন আনন্দ।Masochist এক জার্মান উপন্যাসের চরিত্র তার নাম অনুযায়ী শব্দটি সৃষ্টি হয়েছে যে এমন আনন্দ পেত।
Spinster:চিরকুমারী
Septuagenarian:a person who is between 70 and 79 years old|| সত্তরোর্ধ
অবিবাহিত মহিলারা নিম্ন-মর্যাদা, কম আয়ের চাকরি যেমন চিরুনি, কার্ডিং এবং স্পিনিং উল দিয়ে শেষ করে— এখান থেকেই স্পিনস্টার শব্দটি উদ্ভুত।
8. A state where no law and order exists is called
SSC CGL -2013, 2014
(a) Monarchy
(c) Anarchy
(b) Mobocracy
(d) Democracy
monarchy :(মোনার্কি) যে রাষ্ট্রে চূড়ান্ত ক্ষমতা একজন শাসকের হাতে থাকে,রাজতন্ত্র
Anarchy:অরাজকতা
oligarchy:কিছু লোকের দ্বারা শাসন
hierarchy : ক্রমোচ্চ পদের শ্রেণীবিভাগ
Aristocracy:অভিজাত লোকেদের দ্বারা শাসন
Autocracy: একনায়কতন্ত্র
Bureaucracy:আমলাতন্ত্র
Democracy:লোকতন্ত্র
Kleptocracy:চোরদের দ্বারা শাসন
Ochlocracy: গুন্ডারাজ
Mobocracy : জনতা কর্তৃক শাসন
9.A speech made without preparation is called
SSC-CHSL-2020,SSC CAPFs,ASI-2014
(a) Impromptu
(c) Ad lib
(b) Unscripted
(d) Extempore
Impromptu:(ইম প্রোওম্পট ইউ)বিনা প্রস্তুতিতে কোনো কিছু করা,তাৎক্ষণিক
Ad lib:ad libitum শব্দটির সংক ক্ষিপ্ত করে ব্যবহৃত হয় যার অর্থ হল বিনা প্রস্তুতিতে।
Unscripted: অলিখিত
Extempore:spoken or done without preparation
উপরের চারটি শব্দই স্পীচের জন্য ব্যবহৃত হয়।কিন্তু
Impromptu এর ক্ষেত্রে অল্প সময় চিন্তা ভাবনা করার সময় থাকে Extempore এর ক্ষেত্রে থাকে না।প্রতিদিনের যে কথানলবার্তা থাকে তা Extempore এবং interview হবে Impromptu।
সুতারাং d ans হবে।
10.The loss of memory is called
(a) Amnesty
(b) Amnesia
(c) Dementia
(d) Myopia
Amnesty:grant an official pardon to.সরকারী প্রদত্ত ক্ষমা।
Amnesia: স্মৃতিবিলোপ, আংশিক বা সম্পূর্ণভাবে স্মৃতিবিলোপ।
Am in asia? কেউ যদি বলে স্মৃতি হারিয়ে যাওয়ার কথা। আবার আমির খান গজনী সিনেমা তে স্মৃতি হারিয়ে যাওয়া এই দুটি থেকে Amnesia মনে রাখা যায়।
Dementia:স্মৃতি নষ্ট হওয়াকেই বোঝায় কিন্তু এর সাথে ভাষার ব্যবহার(language), বিচারশক্তি (judgement) ও স্থানিক দক্ষতা (visual-spatial skills) হ্রাস পায়।
Myopia: মায়োপিয়ার ক্ষেত্রে কাছের বস্তু দেখতে পায় কিন্ত দূরের বস্তু দেখতে পায় না।এক্ষেত্রে অবতল লেন্স ব্যবহার করা হয়।
hypermetropia :ব্যক্তি কাছের বস্তু দেখতে পায় না কিন্তু দূরের বস্তু দেখতে পায়।এক্ষেত্রে উত্তল লেন্স ব্যবহার করা হয়।
need =>nearsightedness
medical =Myopia
doctor=>divergent lense
for=>nearsightedness
healthy=>hypermetropia
children.=>convergent lense.
0 Comments