1.Man is the only animal (who) can talk.
(1) which
(2) whom
(3) that
(4) No improvement
বাক্যটি সঠিক আছে, কারন বাক্যটিতে প্রানীর ক্ষেত্রে who বসে। which সাধারনত প্রানীর ক্ষেত্রে বসে না।
2.He is interested neither in business (or on the job).SSC CGL-2018.
1. not on a
2.nor in a
3.nor to the
4. No Improvement
neither এর পর সর্বদা nor বসে এবং এদের parallel structure হয় অর্থাৎ neither এর যে parts of speech বসে nor এর পর সেই parts of speech বসে।যেমন-I will neither call you nor send you a message before midday.এক্ষেত্রে neither এর পর verb বসেছে আবার nor এর পর ও verb বসেছে।
✍️এখন intrested এর পর সর্বদা in preposition বসে। এক্ষেত্রে neither এর পর যে in preposition বসেছে তা intrested এর জন্য nor এর ক্ষেত্রে যে preposition বসবে তা intrested এর জন্য এবং তা in হবে।
✍️সুতারাং সঠিক উত্তর হবে 2.nor in a
3.You can have a comfortable journey (only then you are getting) your seats reserved in advance.SSC -CGL
1. only then you get
2. no improvement required
3. only when you are getting
4. only if you get
✍️only if=>শর্ত বোঝাতে ব্যবহৃত হয়--কেবল যদি-- ✍️only when, only if. এর synonym হিসাবে ব্যবহত হয়।
✍️ get stative verb তাই এর পর continues tense বসবে না।
✍️সুতারাং সঠিক উত্তর হবে-only if you get
✍️only if এবং if only এর মধ্যে তফাৎ হল--
if only, wish বোঝাতে ব্যবহত হয়--যেমন:If the woman was rich, she could buy a big house=>যদি মহিলাটি ধনী হত তাহলে সে একটি বড় বাড়ি কিনতে পারত।এখনে if শর্ত বোঝাচ্ছে -কিন্তু যদি if only ব্যবহার করা হয় তাহলে শর্তের বদলে wish বোঝায় -If only the woman was rich, she could buy a big house.
4.After finishing high school, I plan to pursuing law.SSC CGL-2022
1. plan to pursuing
2. No substitution
3. plan to pursue
4. plan in pursue
✍️কোনো কিছু নির্দিষ্ট সময়ে করা অর্থে pursue শব্দটি ব্যবহার করা হয়।কোন কোর্স করা হচ্ছে এমন বোঝালে এই শব্দটি ব্যবহার করা হয়।👉
যেমন-I am pursuing MBA. আমি এমবিএ করছি।
👉She has decided to pursue a medical line as her career.
✍️pursue শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয় যেমন-চালিয়ে যাওয়া, অনুসরন করা,খোজা।
✍️এখন উপরে বাক্যে to+V-ing দেওয়া হয়েছে যা ব্যকরন গত ভূল।to infinity এর পর সর্বদা verb base form বসে, সুতারাং plan to pursue হবে।
5.Our guests arrived; they are sitting in the garden.SSC CGL-2022
1. are arriving
2. might arrive
3. shall arrive
4. have arrived
✍️Our guests arrived=>বাক্যটি past tense এ আছে আবার they are sitting in the garden-এই অংশটি present continuous tense এ আছে।
✍️ they are sitting in the garden=>তারা বাগানে বসে আছে=>কাজটি চলছে---
✍️এখন আমরা জানি কোনো কাজ কিছুক্ষন পূর্বে শুরু হয়েছে এবং তা শেষ হয়েছে এবং তার ফল এখন ও আছে বোঝাতে present perfect tense বসে।যেমন-I have taken my breakfast just now.
✍️সুতারাং উপরে বাক্যে have arrived হবে।
6.Rudranash's mother told Rudransh that you should avoid to make such blunder mistakes.
A. avoid to made
B. avoid make
C. avoid making
D. avoid to have
✍️এখানে blunder শব্দের অর্থ হল সাঙ্ঘাতিক ভুল।
✍️avoid এর পর সর্বদাই verb এলে gerund বসে।
v+ing. সুতারাং avoid making হবে।
✍️যদি option check করা হত, সেক্ষেত্রে, avoid to made => to এর পর verb এর base form বসে কিন্তু এখানে made আছে সুতারাং option -1 ভূল আছে।
✍️avoid make =>ব্যকরনগত ভূল, কারন দুটি verb সাধারনত পরপর বসাতে গেলে infinity অথবা gerund বসে।
✍️avoid making=>avoid এর পর gerund বসে,তাই সঠিক।
✍️avoid to have=>ব্যকরন গত ভূল এবং অর্থহীন
7.He offered me tea but I denied it.
(a) refuted
(c) declined
(b) rejected
(d) No improvement
✍️শব্দগুলির অর্থ:=>refuted:অপ্রমাণিত
✍️deny:অস্বীকার করা
✍️declined:প্রত্যাখ্যান
✍️rejected:খারিজ
✍️বিনীতভাবে প্রত্যাখ্যান (politely refuse) করার ক্ষেত্রে বিশেষ করে কোনো নেমত্রন বা প্রস্তাব সেক্ষেত্রে denied এর বদলে declined ব্যবহার করা উচিত।সুতারাং এক্ষেত্রে declined হবে।
✍️The Principal offered me/tea but/I denied it/NE=>এই প্রশ্নটি ২০১৬ সালের ACTO পরীক্ষায় এসেছিল--কিন্তু error correction এর ক্ষেত্রে No error হবে।
8.If he (had) time he will call you.
a)would have
b)would have had
c)has
d)No improvement
✍️he will call you=>বাক্যটির এই অংশ থেকে বোঝা যাচ্ছে যে বাক্যটি FIRST CONDITIONAL SENTENCE এ আছে।
✍️গঠন:If+ Present Simple, will/may/can/must+ verb এর simple form
👉If it rains, you will get wet:যদি বৃষ্টি হয়, তুমি ভিজে যাবে।
✍️ সুতারাং option C সঠিক উত্তর।
9.Denmark (has long been celebrated) as a land of law and order.
a.No improvement
b.has been celebrating
c.has been all along celebrated
d.has been far too long celebrated
✍️has long been =>শব্দের অর্থ হল for a long time=
✍️বাক্যটি passive voice এ আছে। সুতারাং No improvement সঠিক উত্তর।
✍️Denmark has long been celebrated as a land of law and order.ডেনমার্ক দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলার দেশ হিসেবে পালিত হয়ে আসছে।
10.Most people in India like to give a lot of free advice.
a. Advices
b.Advise
c.Advises
d.No Improvement
✍️advice শব্দটি uncountable noun,তাই এর Plural form হয় না।এই কারনে a. Advices হবে না।
✍️আবার Advise শব্দটি verb তাই এক্ষেত্রে b.Advise ,c.Advises --হবে না।
0 Comments