Copy English -job-2

English -job-2

১.The Workers of this steel factory( demand higher wages) for a long time.

a.demanded higher wages

b.has demanded higher wages

c. have been demanding higher wages 

d.No Improvement

✍️wages:( ওয়েজেস):মজুরি

✍️যেহেতু ইস্পাত কারখানার শ্রমিকরা দীর্ঘদিন ধরে ডিমান্ড করছেন এবং কাজটি অনেক আগে শুরু হয়ে এখনো চলছে  এক্ষেত্রে তাই present perfect continuous tense হবে।WORKERS plural subject have হবে।
✍️সুতারাং এক্ষেত্রে have been demanding higher wages. 

২.The workers went on a strike( asking) for better pay and service condition

(1) Requesting
(2) demanding
(3) needing 
(4) No improvement

✍️asking (for) শব্দের অর্থ হল কোনো কিছু চাওয়া, আগ্রহের সহিত প্রার্থনা করা।যেমন-All we are asking for is a fair wages.
বাক্যের অর্থ অনুযায়ী এক্ষেত্রে demanding হবে।

৩.The newspaper provides more International News than( domestic) News.


A.National

B.alien

C.provincial

D.No improvement

✍️Domestic এর শব্দের অর্থ পারিবারিক।  
✍️alien:এলিয়েন :ভিনগ্রহের অধিবাসী।
✍️provincial:আঞ্চলিক 

✍️তুলনা সমকক্ষ হওয়া উচিত।তাই উপরের শব্দ গুলি থেকে বোঝা যায় সঠিক শব্দটি হবে National.

৪.He did not like the novel, (nor I did)
SSC MTS -2019

1.nor I like it
2.nor did I likes it
3.nor did I
4.No improvement

✍️nor নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়।এর অর্থ কিছু টা not or এর মতো।

✍️He doesn't like vegetables, nor does he like milk.-সে সবজি পছন্দ করে না, আর দুধও পছন্দ করে না।

✍️গঠন:negetive sentence+nor+HV+Sub+verb+...

✍️nor  এর ক্ষেত্রে parallel structure গঠন হয়।

✍️যেহেতু একই বিষয় বলা হচ্ছে তাই এক্ষেত্রে, nor+HV+Sub এই গঠন ব্যবহার করলেই হবে।

৫.Study hard lest  you should not  fail. 

1.lest you shall not fail.

2.lest you should  fail.

3.lest you would regret.

4.No improvement

✍️lest এর বাংলা অর্থ হল পাছে,না হলে ---এর পর should ব্যবহার করা হয়।
waring +lest +subject+should+Consequences.

✍️study well lest you will fail-
ভালো করে অধ্যয়ন করো, পাছে ফেল করো ---ভালো করে অধ্যয়ন করো- এটা waring বা সতর্কতা এবং ফেল করো ---Consequences -এটা consequence.

✍️Be careful lest you fall from the tree

✍️সুতারাং  lest you should fail--সঠিক।

6.It would be wise to accept the company's offer (lest you should regret) later.

1.lest you shall not regret

2.lest you should not regret

3.lest you would regret

4.No improvement

✍️regret:অনুশোচনা

✍️lest এর বাংলা অর্থ হল পাছে,না হলে ---এর পর should ব্যবহার করা হয়।
waring +lest +subject+should+Consequences.

✍️study well lest you will fail-
ভালো করে অধ্যয়ন করো, পাছে ফেল করো ---ভালো করে অধ্যয়ন করো- এটা waring বা সতর্কতা এবং ফেল করো ---Consequences -এটা consequence.

✍️Be careful lest you fall from the tree

✍️সুতারাং  lest you should regret --সঠিক।
Ans:No improvement


7.We (are hope you) find the process extremely useful and convenient.
SSC-Steno-2017

(a) are in a hope
(b) hoping
(c) hope you
(d) No improvement

✍️সঠিক phrase টি হল we hope । এই ধরনের phrase টি present continuous tense এ ব্যবহার করা যেতে পারে we are hoping.   

✍️তবে ওই দুটি phrase এর মধ্যে একটু তফাৎ আছে --  are hoping হলে আশাটি তাৎক্ষণিক, স্বল্পকালীন এর জন্য যেমন-I am hoping we win the game tonight.আজকের রাতের জন্য।কিন্তু 
I hope you have a good time. আশাটি দীর্ঘকালীন।

✍️মনে রাখার বিষয়:hoping,hope  এর verb এর present participle form

✍️hopping:hop (এক পায়ে লাফান, খোড়া)verb এর present participle form

8.It (was a to be a sister company) of ABC Group of Companies.

SSC-Steno-2017

(a) is a concerned
(b) was a to be twin sister
(c) is a sister concern
(d) No improvement


✍️যদি দুটি কোম্পানি একই ব্যক্তির মালিকানাধীন দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং কোম্পানি দুটি শীর্ষে একই ম্যানেজমেন্ট থাকে তবে sister concern বা sister company বলা হয়।এখানে was a to be ব্যাকরনগত ভূল গঠন এবং সঠিক অর্থ প্রকাশ করে না তাই সঠিক উত্তর হবে -It is a sister concern of ABC Group of Companies.

9.The objective of the game is to be the first one to race from( start and end.)
SSC -steno-2017

(a) start to end
(c) start over end
(b) start an end
(d) No improvement

✍️both এর পর and হয়- I liked both the movie and the play.

✍️form এর পর to/until  হয়--

✍️I work from 9 am to 5 pm every day.
-We will be in London next week from Tuesday until Friday.

✍️সুতারাং সঠিক উত্তর হবে start to end.

10.(The bundle of coins were the only source) of information for them.

(a) The bundles of coins were the only source
(b) The bundles of coins were the only sources
(c) The bundle of coin was the only source
(d) No improvement

✍️collective noun: A crowd of people, A herd of cattle, a troop of lions,  a bunch of grapes,
a bundle of newspapers --এগুলি collective noun এর উদাহরন। লক্ষণীয় countable noun যদি শেষে থাকে তাহলে তা plural হিসাবে প্রকাশ করা হচ্ছে।

✍️এখন collective noun subject এ থাকলে তা plural subject হিসাবে বিবেচিত হয়।এবার গঠন অনুযায়ী,  bundles হবে না কিন্তু coins হবে এবং were  হবে না was হবে। সঠিক উত্তর হবে (c) The bundle of coin was the only source।




Post a Comment

0 Comments