1.The hotels (were heavy booked) for the festival in Banaras. (SSC CGL-2020)
A.No substitution required
B.were heavily booking
C.are heavy booked
D.were heavily booked
✍️১)প্রথমত: হোটেল নিজে নিজে বুকিং হয় নি, কারো দ্বারা বুক করা হয়েছিল।সুতারাং বাক্যটি Passive sentence এ হবে।
✍️২) খুব বেশি বুক করা হয়েছিল -এই কথাটি বোঝাতে চাইছে --অর্থাৎ এক্ষেত্রে বুক করাকে মোডিফাই করা হচ্ছে।যেহেতু booked verb -তাই একে মোডিফাই করতে adverb প্রয়োজন। কিন্তু heavy adjective এবং heavily adverb -সুতারাং এক্ষেত্রে were heavily booked -সঠিক হবে।
✍️A heavy snow promise a good harvest||একটি ভারী তুষার একটি ভাল ফসল প্রতিশ্রুতি
2.I enjoy (to watch) a good detective movie.SSC CPO-2019
1. watching
2. watched
3. No substitution
4. watch
Enjoy এর পর সর্বদা gerund form (verb+ing) বসে।to infinity বসে না। তাই এক্ষেত্রে watching হবে।
3.He respects all religion, (he is a liberalist.)SSC steno-2017
(a) he is a teacher
(c) he is a astronomer
(b) he is secular
(d) No improvement
✍️শব্দগুলির অর্থ দেখে নেওয়া যাক-liberalist :(লিবারালিস্ট):উদারপন্থী, উদার মতাবলম্বী।
✍️astronomer:জ্যোতির্বিজ্ঞানী
✍️secular:ধর্মনিরপেক্ষ
✍️এখন liberalist এবং secular শব্দের দুটির অর্থগত তফাৎ আছে। liberalist এর অর্থ হল সকলের জন্য সমতা এবং স্বাধীনতাকামী।secular শব্দের অর্থ ধর্ম এবং ধর্মীয় বিশ্বাসের সাথে জড়িত নয় এমন।সুতারাং এক্ষেত্রে liberalist শব্দটি সঠিক হবে।
4.A team of biologists( have been discovered) four new species of horned frogs in the North Eastern region of India.SSC CGL-2019
(a) has been discovered
(b) has been discovering
(c) has discovered
(d) No improvement
✍️১.Collective noun singular এবং plural দু ভাবেই
ব্যবহার করা হয়।যখন collective noun একটি unit হিসাবে কাজ করে তখন singular হিসাবে প্রকাশ পায় কিন্তু যখন বিচ্ছিন্ন ভাবে প্রকাশ পায় তখন তা plural হয়।যেমন-The flock were running off in every direction. এই উদাহরনে সব আলেদা আলেদা বোঝাচ্ছে।আবার The shoal was moving north.এক্ষেত্রে unit হিসাবে প্রকাশ পাচ্ছে তাই singular হবে।
✍️২.এবার টিম unit হিসাবে কাজ করছে তাই singular হবে এবং যেহেতু কাজটি টিম নিজে করছে তাই active voice এ হবে।
✍️৩.সুতারাং have been, has been হবে না --এগুলি passive ব্যবহৃত হয়।
✍️সুতারাং এক্ষেত্রে option -c সঠিক উত্তর।
5.I couldn't got some sleep because the
people in the next room were talking
very loudly.SSC CPO-2019
1. couldn't get some sleep
2. couldn't get any sleep
3. couldn't got any sleep
4. No substitution
✍️১.Some এবং any দুটো শব্দের অর্থ হল কিছু।
countable এবং uncountable noun -উভয় ক্ষেত্রেই ব্যবহৃত হয়।Some পজিটিভ বাক্যের ক্ষেত্রে ব্যবহৃত হয় যেখানে any পজিটিভ ও প্রশ্নবোধক বাক্যে ব্যবহৃত হয়।
✍️২.Polite request বোঝালে -Please, Kindly, will, would, Could --যদি বাক্যে থাকে তাহলে সেক্ষেত্রে some প্রশ্নবোধক বাক্যে ও ব্যবহৃত হয়।
✍️Would you like some wine?”||"আপনি কি কিছু ওয়াইন নেবেন?"
✍️Could you please give me some sugar?আপনি কি আমাকে কিছু চিনি দিতে পারেন?
✍️ আমাকে কিছু টাকা ধার দেবেন?||Kindly lend me some money?
✍️৩.If, never, scarcely,whether, without, hardly ---থাকলে any বসে।
👉He never says anything:সে কখনো কিছু বলে না
👉They did it without any difficulty:তারা কোন অসুবিধা ছাড়াই এটা করেছে।
👉If you have any problem, tell me-যদি আপনার কোন সমস্যা থাকে, আমাকে বলুন।
✍️৪.could model verb -সুতারাং এর পর সর্বদা V1 -নেবে।
6.Abhishek was going to the church( then Neha came on to) meet him.SSC CPO-2017
(a) when Neha was coming
(b) before Neha was coming to
(c) when Neha came to
(d) no improvement
✍️১.অভিষেক যখন চার্চে যাচ্ছিল তখন নেহা তাঁর সঙ্গে দেখা করতে আসে--দুটি ঘটনা যখন একটি ঘটে চলেছে এবং একটি ঘটছে ---অর্থাৎ দুটি ঘটনা একসাথে ঘটছে না --এরকম বোঝালে when conjunction ব্যবহার করা হয়।এবং যখন দুটি ঘটনা একসাথে ঘটে তখন while ব্যবহার করা হয়।যেমন-
👉While she was making food, I was writing my novel.(দুটি ঘটনা একই সময়ে ঘটছে)
👉He came to me when I was reading. (একটু আগে ও পরে)
✍️সুতারাং এক্ষেত্রে then হবে না when হবে।
✍️২.এবার দুটি ঘটনা, যেটি বেশি সময় ধরে ঘটছে সেটি continuous tense হয় এবং পরের টি indefinite হয়।
✍️সুতারাং সঠিক উত্তর হবে -- when Neha came to.
✍️The children (play) in the park when it started to rain.=>>এক্ষেত্রে were playing হবে।
7.The article should not( exceed more than) hundred words.SSC MTS-2011
(a) exceed beyond
(b) exceed than
(c) exceed
(d) No improvement
✍️১.exceed শব্দের অর্থ হল=>be greater in number or size than||সংখ্যা বা আকারের চেয়ে বড় হতে হবে=>exceed শব্দের মধ্যেই than আছে। এর পর more than অতিরিক্ত হিসাবে ব্যবহার করা হয়েছে যা সঠিক নয়--সুতারাং কেবল exceed হবে।
✍️২.The article should not exceed hundred words||আর্টিকেল টি একশ শব্দের বেশি হওয়া উচিত নয়।
👉আরো ও উদাহরন:
Never exceed the recommended dose of painkillers.||ব্যথানাশক ওষুধের প্রস্তাবিত ডোজ কখনই অতিক্রম করবেন না।
8.She left the room feeling (contrite.)
S.S.C. Tax Asst.-2009
(a) sorry for what she had done
(b) rather ill
(c) extremely irritated
(d) No improvement
✍️১.contrite||অনুতপ্ত||very sorry for something bad that you have done.||আপনি যে খারাপ কিছু করেছেন তার জন্য খুব দুঃখিত।
✍️২.She left the room feeling contrite.||সে অনুতপ্ত বোধ করে রুম ছেড়ে চলে গেল।
✍️৩.সুতারাং -সঠিক উত্তর||No improvement
9.She usually does not leave for work, until she (finished) all her chores.SSC-2011
(a) finishes
(c) had finished
(b) has finished
(d) No improvement
✍️১. এখানে chores শব্দের অর্থ কাজ।
✍️২.সে সাধারণত কাজ থেকে বিরত হয় না, যতক্ষণ না সে তার সমস্ত কাজ শেষ করে---বাক্যটি অর্থগত present indefinite tense -এ শেষ হবে। তাই এক্ষেত্রে finishes হবে।
10. Eighty girls sat there at four long tables,
(doing their homework by) candlelight
-CGL Mains 2021
1. to have done their homework with
2. no improvement required
3. to doing their homework by
4. doing its homework by
✍️১.by candlelight এই শব্দটি ব্যবহার করা হয়।with সাধারনত ব্যবহার করা হয় না।
✍️২.to+have +V3=>perfect infinitive =>কোনো কাজ হয়ে গেছে বোঝালে ব্যবহার করা হয়।
✍️I am glad to have found a new job||আমি একটি নতুন চাকরি খুঁজে পেয়ে খুশি।
✍️He admitted to have seen the movie alone.||তিনি একা সিনেমাটি দেখেছেন বলে স্বীকার করেছেন।
✍️সুতারাং Option-1 হবে না কারন এক্ষেত্রে with আছে।
✍️৩.to+verb-ing হয় না-সুতারাং option -3 হবে না।
✍️৪.option -4 এ doing its ভূল গঠন- doing their হওয়া উচিত।
0 Comments