Copy One word-5

One word-5

 1.One who collects coins as hobby 

A. Philatelist

B. Ornithologist

C. Statistician

D. Numismatist

✍️যে শখ হিসাবে কয়েন সংগ্রহ করে তাকে Numismatist বলে।

অনান্য শব্দের অর্থ:

✍️একজন ব্যক্তি যিনি স্ট্যাম্প সংগ্রহ করেন বা অধ্যয়ন করেন Philatelist বলে।

✍️একজন ব্যক্তি যিনি পাখি বিষয়ে অধ্যয়ন করেন বা পাখির বিশেষজ্ঞ তাকে Ornithologist বলে।

✍️পরিসংখ্যান নিয়ে যিনি কাজ করেন তাকে Statistician বলে।

2.Lover of mankind is

a.Misanthrope

b.Misogynist

c. Philanthropist

d.Plagiarist

✍️যে মানবজাতিকে ভালোবাসে তাকে Philanthropist বলে।

অনান্য শব্দের অর্থ:

✍️Misanthrope:মানুষ্যবিদ্বেষী

✍️Misogynist: নারী বিদ্বেষী

✍️একজন ব্যক্তি যে অন্য ব্যক্তির দ্বারা কোনো  কাজ কপি করে বা নকল করে   এবং ভান করে যে সেগুলি তাদের নিজস্ব সৃষ্টি তাদের Plagiarist বলা হয়

3.A person who speaks many languages

A. Linguist

B. Monolingual

C. Polyglot

D. Bilingual

✍️একজন ব্যক্তি যিনি অনেক ভাষায় কথা বলেন তাকে Polyglot বলে যার বাংলা অর্থ বহুভাষিক।এখানে poly মানে অনেক।poly দিয়ে আরো শব্দ:

✍️polyandry:একই স্ত্রীলোক কর্তৃক একই কালে বহুপতি গ্রহণ।

✍️polygamy:বহুবিবাহ

✍️polytheism:বহু-ঈশ্বরবাদ

অনান্য শব্দের অর্থ:

✍️Linguist- ভাষাতত্ত্ববিদ

✍️Monolingual-একভাষিক

✍️Bilingual-দ্বিভাষী

4. A scolding nagging bad-tempered woman

a.Termagant

b.Widow

c.Witch

d.Socialite

✍️একটি তিরস্কারকারী বদমেজাজি মহিলাকে Termagant-( টার্ম্যাগ্যান্ট) বলে যার বাংলা অর্থ উগ্রচণ্ডা নারী,ঝগরুটে নারী। 

অনান্য শব্দের অর্থ:

✍️Widow- বিধবা নারী

✍️Witch-ডাইনি

✍️Socialite- প্রভাবশালী সামাজিক ব্যক্তি

5.A person who shows a great or excessive fondness for one's wife

a.Uxorious

b.Endodontist

c.Orthodontist

d. Orthopedician


✍️Uxorious-স্ত্রীর প্রতি অতিমাত্রায় অনুরক্ত,স্ত্রৈন।

অনান্য শব্দের অর্থ:

✍️Endodontist:এন্ডোডন্টিস্ট হলেন দাঁতের ডাক্তার যারা দাঁতের ব্যথা, রোগ এবং সংক্রমণে বিশেষজ্ঞ

✍️Orthodontist:একজন অর্থোডন্টিস্ট হলেন একজন ডেন্টিস্ট যিনি দাঁত এবং চোয়ালের সঠিক গঠন না হলে তার নির্নেয় করেন এবং তা ঠিক করেন।

✍️Orthopedician: A person who specialises in the treatment of bone and joint problems is called an Orthopedician

✍️একজন ব্যক্তি যিনি  তার স্ত্রীর জন্য একটি  অত্যধিক অনুরাগ দেখান তাকে Uxorious বলা হয়।

6.A person, who draws or makes maps or charts, is called ________.

SSC -CHSL-2018

a.Hydrographer

b.Cartographer

c.Seismographer

d.Lexicographer

✍️একজন ব্যক্তি, যিনি মানচিত্র বা চার্ট আঁকে বা তৈরি করে, তাকে  Cartographer বলা হয়।

✍️অনান্য শব্দের অর্থ:

✍️.Hydrographer: হাইড্রোগ্রাফার হল যারা সমুদ্রে গভীরতা পরিমাপ করে এবং সমুদ্রে পাহাড়, পর্বত ও ভগ্নাবশেষ নিয়ে গবেষনা করে।

✍️Cartographer- মানচিত্রনির্মাতা,মানচিত্রবিদ

✍️Seismographer- সিসমোগ্রাফার, ভূমিকম্প সম্পর্কিত

✍️Lexicographer -অভিধানলেখক,অভিধানবিদ


7.A person with a beautiful and elegant handwriting

A. Calligrapher

B. Collier

C. Choreographer

D. Cartographer

  ✍️যিনি সুন্দর এবং মার্জিত হাতের লেখা লিখতে পারেন তাকে Calligrapher বলা হয়।calli শব্দের অর্থ সুন্দর।আরো কিছু শব্দ:

callidentia: সুন্দর দাঁত


✍️অনান্য শব্দের অর্থ:

✍️Collier:কয়লা খনির মজুর 

✍️Choreographer:কোরিওগ্রাফার হল যিনি নৃত্য পরিকল্পনা কারী

✍️Cartographer- মানচিত্রনির্মাতা,মানচিত্রবিদ

8.A person who composes the sequence of steps and moves for a performance of dance

A.Chauffeur

B.Choreographer

C.Compere

D.Curator

✍️Choreographer:কোরিওগ্রাফার হল যিনি নৃত্য পরিকল্পনা কারী।

✍️অনান্য শব্দের অর্থ

✍️Chauffeur- শোফার,গাড়ির চালক, ধনী বা বড়ো মাপের লোকের গাড়ির ড্রাইভার

✍️Compere:একজন ব্যক্তি যিনি বিভিন্ন শোতে অভিনয়কারী বা প্রতিযোগীদের পরিচয় করিয়ে দেন

✍️Curator- যাদুঘর বা চিত্রশালার তত্ত্বাবধায়ক

9.A person employed to drive a private or hired car

SSC-CGL-2020

A.Pilot

B.Chauffeur

C.Captain

D.Escort

✍️Chauffeur- শোফার,গাড়ির চালক, ধনী বা বড়ো মাপের লোকের গাড়ির ড্রাইভার।ব্যক্তিগত বা ভাড়া গাড়ি চালানোর জন্য নিযুক্ত একজন ব্যক্তি Chauffeur বলা হয়।

✍️অনান্য শব্দের অর্থ

✍️Pilot-বিমান - চালক

✍️Captain- অধিনায়ক

✍️Escort:এসকর্ট হল সহচর যিনি রক্ষক বা প্রহরী হিসাবে কাজ করেন।

 

10.the keeper of a museum

SSC CPO-2019

A.conservator

B.compere

C.curator

D.commissioner

✍️Curator- যাদুঘর বা চিত্রশালার তত্ত্বাবধায়ক।

✍️অনান্য শব্দের অর্থ

✍️conservator:একজন ব্যক্তি বা সংস্থা যার কাজ শিল্পকর্ম(art), গুরুত্বপূর্ণ ব্লিডিং , বা মূল্যবান সাংস্কৃতিক বস্তুর সংরক্ষন করা

✍️Compere:একজন ব্যক্তি যিনি বিভিন্ন শোতে অভিনয়কারী বা প্রতিযোগীদের পরিচয় করিয়ে দেন

✍️commissioner:কমিশনার






Post a Comment

0 Comments