Copy English-job-1

English-job-1

 1.This is not fair to us who( are planned) to go abroad.

SSC -CGL-2022

1). No Improvement

2) are plans to

3) are planning to

4) had planning to

✍️উপরে বাক্যটি বাংলা করলে হয়--এটা আমাদের কাছে ন্যায়সঙ্গত নয় যারা বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন।এক্ষেত্রে বাক্যটি active voice আছে তাই are+V3 হবে না।

✍️তাই option -1 সঠিক হবে না বাক্যটি improve করতে হবে।

✍️ option -2 are+Verb এর সাথে s/es বসানো সঠিক নয়, তাই option-2 সঠিক নয়।

✍️option-4 এ had+v-ing -এটিও ব্যকরনগতভাবে সঠিক নয়।

✍️সুতারাং option -3 সঠিক।

✍️This is not fair to us who are planning  to go abroad.

2.Sumit (have to) take a bus or sometimes walk to reach the coaching centre.

DSSSB TGT -Aug 2021

1) had to

2) have had to

3) must to

4) No Improvement


✍️Option -4 এক্ষেত্রে হবে না কারন:Sumit যেহেতু  singular subject তাই singular verb have to কখনোই বসবে না।এর বদলে has to বসত।

✍️Option -3 হবে না কারন, must এর পর to বসে না।

✍️option- 2  হবে না কারন এক্ষেত্রে ও have আছে তাই

✍️option -1 সঠিক উত্তর হবে।

✍️Sumit had to take a bus or sometimes walk to reach the coaching centre.

কোচিং সেন্টারে পৌঁছানোর জন্য সুমিতকে বাসে উঠতে হতো বা মাঝে মাঝে হেঁটে যেতে হতো।

3.(Her companion was) her daughter and son-in-law.

SSC steno-2017

(a) Her companions was

(b) Her companion is

(c) Her companions were

(d) No improvement

✍️বাক্যটি অর্থ এমন প্রকাশ কর হচ্ছে -তার সঙ্গীরা ছিল তার মেয়ে এবং জামাই।এখানে যেহেতু দুজনকে বোঝাচ্ছে তাই Her companion এর বদলে her companions হবে।এখন companions plural subject তাই plural verb নেবে এবং her companions were -সঠিক উত্তর হবে।

✍️এবার option -a হতো না কারন( companions was)  plural subject -singular verb যেটা সঠিক নয়।

✍️option - b - হতো না কারন দুজনকে বোঝাচ্ছে---

✍️option -c -সঠিক

4. I told him that I waited for him for an hour the previous day.

A) had waited

C) was waiting

B) had been waiting

D) No improvement

✍️direct speech এ yesterday থাকলে indirect speech এ the day before/ the previous day হয়।✍️আবার আমরা জানি yesterday থাকলে past indefinite tense হয়। এখন direct speech এ past indefinite tense indirect speech এ past perfect tense হয়।

✍️যেমন-

✍️He said to him, “I went to kolkata yesterday.”

✍️He told him that he had come to Kolkata the day before/the previous day.

✍️সুতারাং এক্ষেত্রে A) had waited সঠিক উত্তর।

5.He felt dejected but the feeling( passed out) in a minute.

SSC -CGL-2022

1. No improvement required

2. passed on

3. passed back

4. passed off


✍️dejected:মনমরা

✍️passed out :অচেতন মাতাল হত্তয়া

✍️passed off:কাটিয়া যাত্তয়া

✍️passed back:be returned:প্রত্যাবর্তন করা

✍️He felt dejected but the feeling passed off in a minute:তিনি বিষণ্ণ বোধ করেন কিন্তু অনুভূতি এক মিনিটের মধ্যে কাটিয়ে যায়।

6.These shoes are ( cheap as well durable.)

SSC CGL-2022

1. neither cheaper nor durable

2. more cheaper than durable

3. both cheap and durable

4. No improvement required

✍️ এখানে durable শব্দের অর্থ:টেকসই

✍️option:1:Sub+------- neither +verb/noun/pronoun/adj+nor+verb/noun/pronoun/adj=>এক্ষেত্রে neither cheaper nor durable হবে না, হলে neither cheap nor durable হত।

✍️option: 2 :more cheaper than durable-more cheaper এখানে double comprative হয়ে যাচ্ছে।

option-3:both cheap and durable-দুটো সস্তা এবং টেকসই উভয় সম গুনকেই বোঝাচ্ছে---এবং ব্যকরনগত সঠিক।

Option: 4:as well as -দ্বারা যুক্ত হলে প্রথমের থেকে দ্বিতীয় বিষয়টি অপেক্ষাকৃত কম গুরুত্ব কে বোঝায়।  সাধারনত অতিরিক্ত বোঝাতে  as well as বসানো হয়। কিন্তু and দ্বারা দুটি একই গুরুত্বের বিষয়কে যোগ করা হয়।সুতারাং এক্ষেত্রে as well এর বদলে both ---and -সঠিক হবে।

7.I prefer to ride than to walk.

(1) riding to walking

(2) ride to walk

(3) riding than walking

(4) No improvement


✍️prefer এর পর সর্বদাই তুলনা করলে than এর বদলে to বসে।এখন দুটি noun বা pronoun এর তুলনা হলে তা সরাসরি বসে যায়।

✍️He prefers books to TV

✍️কিন্তু prefer এর পর দুটি verb বসলে gerund form এ বসে।যেমন-

I very much prefer reading books to watching TV


8. The little boy (fell from the roof).

(1) fell below the roof

(2) fell down the roof

(3) fell off the roof

(4) No improvement

✍️বাক্যটির বাংলা অর্থ:ছোট ছেলেটি ছাদ থেকে পড়ে গেল।

✍️off preposition ব্যবহার করা হয় যখন ব্যক্তি, স্থান বা বস্তু থেকে কোনো কিছু  বিচ্ছিন্নতা প্রকাশ করে--এটা separation অথবা  disconnection কে প্রকাশ করে।

✍️যেমন-He fell of a tree =সে একটি গাছ থেকে পড়ে গেল।এখান গাছ থেকে বিচ্যুতি বোঝাচ্ছে।

✍️The speakers is going off the subject -বক্তা বিষয়টি থেকে দূরে সরে যাচ্ছে।

✍️ছাড় বোঝাতে=>All books are 50% off:সব বই 50% ছাড়

✍️ছুটি বোঝাতে=>

আজ আমার অফ ডিউটি=>Today is my off duty

✍️fell down vs fell off:

✍️fall down  সাধারণত যখন মেঝেতে কোনো ব্যক্তি বা বস্ত  পড়ে  যায় তখন ব্যবহার করা হয়।

✍️fall off যখন কোনো বস্তু বা ব্যক্তি উপরে থাকে তখন উপর থেকে নিচে পড়ে যায় তখন ব্যবহার করা হয়।  ছাদ থেকে বা প্রাচীর থেকে পড়ে গেলে সেক্ষেত্রে fall off ব্যবহার করা হয়।

9.(My father, mother and me) went to the market.

A.My father, mother and I

B.Me father, me mother and me

C.Mine father, mine mother and we

D.No Improvement

✍️বাক্যে Mine ও me - subject হিসাবে সাধারনত ব্যবহৃত হয় না।mine এর পর কোনো NOUN ও বসে না।Me father ও Mine father -----এগুলি ভূল। যেমন-That wasn't his fault, it was mine:এটা তার দোষ ছিল না, এটা আমার ছিল

✍️সুতারাং B,C,D --এই তিনটি option হবে না, সঠিক উত্তর -A

10.I, along with my friends, (discussed about) the chapter with our teacher.

A.Discussed with

B.Discussed to

C.Discussed

D.No improvement

✍️কিছু শব্দ আছে যেগুলো সাধারনত কোনো preposition নেই না।  enter, discuss, marry, lack, resemble, approach.

✍️

Enter এর ক্ষেত্রে দুরকমই হয়:

কোনো স্থানে প্রবেশ করা বোঝালে 

✍️Knock on the door before you enter the room:রুমে ঢোকার আগে দরজায় টোকা দাও।

✍️কোনো আলোচনায় প্রবেশ করা

The group entered into a discussion about health care plans.

The Labor Government refused to enter into negotiations.

সুতারাং এক্ষেত্রে  C.Discussed হবে।












Post a Comment

0 Comments