Copy Antonym-7

Antonym-7

 1. ECSTASY||WBCS-2016

(a) Despondency

(b) Despair

(c) Disagreement

(d) Displeasure

✍️১.ECSTASY||পরমানন্দ, great happiness or joyful excitement=>এর বিপরীত শব্দ=>Displeasure||অপ্রসন্নতা,অসন্তোষ

✍️২.NB:Happiness, Pleasure, Euphoria, Ecstasy=>এই শব্দগুলি কে  দিয়ে আনন্দ কে বোঝায়।এই চারটি শব্দ ক্রমান্বয়ে আনন্দের তীব্রতা পর পর বাড়তে থাকে। অর্থাৎ ECSTASY - শব্দটি চরম আনন্দকে বোঝায়।

✍️৩.মুখরোচক খাবার মানুষের মনকে ecstasy তে ভরিয়ে দেয়||Yummy food fills the human mind with ecstasy

✍️৪.অনান্য শব্দের অর্থ:✍️Despair||হতাশা✍️Disagreement||মতবিরোধ✍️Despondency||নিরাশা।

2. Forbidding.||WBCS-2016

 A.threatening

B.unpleasant

C.Amiable

D harmful


✍️১.Forbidding শব্দের অর্থ হল=>unfriendly or threatening in appearance.||বন্ধুত্বহীন, নিষেধ =>এর বিপরীত শব্দ হল=>Amiable:বন্ধুসুলভ,বন্ধুভাবাপন্ন, অমায়িক

✍️২.NB:Amicable ও Amiable দুটি শব্দের অর্থ হল বন্ধুত্বপূর্ণ।

✍️৩.Everyone likes amiable men||সবাই বন্ধুত্বপূর্ণ মানুষদের পছন্দ করে।

✍️৪.✍️A.threatening||হুমকি

✍️B.unpleasant||অপ্রীতিকর

✍️D harmful||ক্ষতিকর

3. Stupefied ||WBCS-2015

(a) Engulfed

(b) Entertained

(c) Enthused

(d) Encouraged

✍️১.Stupefied||যখন কোনো ব্যক্তি চিন্তা করার পরিস্থিতে থাকে না বিশেষ করে ক্লান্তি,মদ,রাগ বিরক্তির কারনে =>এর বিপরীত শব্দ=>Enthused||to express excitement about something or great interest in it:কোনো কিছুর প্রতি উত্তেজনা বা  দারুণ আগ্রহ প্রকাশ করা।

✍️২.NB:Stupefied এর অন্য  অর্থ SURPRISED||অবাক।Ex:I was stupefied by what I read||আমি যা পড়েছিলাম তাতে আমি হতবাক হয়ে গিয়েছিলাম

✍️৩.Ex:She was looking at me now in stupefied horror.||সে এখন স্তব্ধ আতঙ্কে আমার দিকে তাকিয়ে ছিল.

👉Ram was Enthused person||রাম ছিলেন উৎসাহী ব্যক্তি

✍️৪.অনান্য শব্দের অর্থ:(a) Engulfed||আচ্ছন্ন

(b) Entertained||বিনোদন

(d) Encouraged||উৎসাহিত

4.Aggressive||SSC MTS-2013

(a) Inactive

(c) Peaceful

(b) Dull

(d) Doleful

✍️১.Aggressive||আক্রমণাত্মক=> এর বিপরীত শব্দ=>Peaceful||শান্তিপূর্ণ।

👉২.Ex:গতকালকের ম্যাচে কোহলীর আক্রমনাত্মক ব্যাটিং ভারতকে জয়ী হতে সাহার্য্য করে||Kohli's aggressive batting helped India win yesterday's match.

✍️৩.অনান্য শব্দের অর্থ:(a)Inactive||নিষ্ক্রিয়✍️(b) Dull||নিস্তেজ✍️(d) Doleful||অসহায়।

5. Appreciation||SSC CGL-2012

(a) Aspersion

(c) Commendation

(b) Admiration

(d)Compliment

✍️১.Appreciation| |Praise,প্রশংসা =>এর বিপরীত শব্দ=>Aspersion||কুৎসা

✍️২.Ex:-ভালো কাজের প্রশংসা সকলেই করে||Good work is appreciated by all.

👉Do not make aspersions of friends|| বন্ধুদের কুৎসা কর না।

✍️৩.অনান্য শব্দের অর্থ:

✍️(b) Admiration||প্রশংসা

✍️(c) Commendation||প্রশংসা

✍️(d)Compliment||প্রশংসা

6.Amateurish||SSC CGL-2012
(a) seasoned
(c) skilled
(b) trained
(d) professional

✍️১.Amateurish||অপেশাদারী=> এর বিপরীত শব্দ=>professional||পেশাদার

✍️ ২.Ex:His paintings are rather amateurish||তার আঁকা ছবিগুলো বরং অপেশাদার।

✍️৩.✍️(a) seasoned||পাকাপোক্ত

✍️(b) trained||প্রশিক্ষিত

✍️(c) skilled||প্রশিক্ষিত

7.Antagonism||SSC CGL-2012

(a) Cordiality

(c) Hostility

(b) Animosity

(d) Enmity

✍️১.Antagonism||বিরুদ্ধাচরণ,প্রতিদ্বন্দ্বিতা=>এর বিপরীত শব্দ=>Cordiality||আন্তরিকতা,সহৃদয়তা

✍️২. Ex:People enjoy the antagonism of Tom and Jerry||মানুষ টম এবং জেরির প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করে।

👉তার সৌহার্দ্য প্রমাণ করে তিনি একজন ভালো মনের মানুষ।|His Cordiality proves that he is a good hearted person.

✍️৩. অনান্য শব্দের অর্থ:(b) Animosity||শত্রুতা

✍️(c) Hostility||শত্রুতা

✍️(d) Enmity||শত্রুতা

 8.GATHER||SSC CGL-2018

(a) disperse

(b) display

(c) dispute

(d) distract

✍️১.GATHER||একত্র করা, assemble =>এর বিপরীত শব্দ=>disperse||ছড়িয়ে দেওয়া,ভঙ্গ করা

✍️২.Ex-The crowd dispersed once the play ended.||খেলা শেষ হলেই ভিড় ছত্রভঙ্গ হয়ে পড়ল।

✍️৩ অনান্য শব্দ:(b) display||প্রদর্শন

✍️(c) dispute||বিবাদ

✍️(d) distract||বিভ্রান্ত করা

9.DENSE||SSC CGL-2018

(a) sparse

(b) opaque

(c) thick

(d) condensed

✍️১.DENSE||ঘন,গভীর,নিবিড়, thick=> এর বিপরীত শব্দ=>sparse||অল্পপরিমাণে ছড়ানো।

✍️২.Ex:রাজা ঘন বনের মধ্যে হারিয়ে গেল||The king got lost in the dense forest.

✍️The city had a sparse population||শহরের জনসংখ্যা কম ছিল।

✍️৩.অনান্য শব্দের অর্থ:✍️(b) opaque||অস্বচ্ছ

✍️(c) thick||পুরু

✍️(d) condensed||ঘনীভূত

10.STALE||SSC CGL-2018

(a) fresh

(b) flat

(c) dry

(d) sour

✍️১.STALE||বাসী,বিস্বাদ=>এর বিপরীত শব্দ=>fresh||তাজা,টাটকা।

✍️2.Ex:Foods are going stale||খাবার বাসি হয়ে যাচ্ছে।👉Stale  rice is good for health||বাসি ভাত স্বাস্থ্যের জন্য ভালো

✍️৩.(b) flat||সমতল

(c) dry||শুকনো

(d) sour||টক









Post a Comment

0 Comments