Copy English-11

English-11

 1.Myself Rajesh Mehta.

(1) Myselves

(2) Myself is

(3) I am

(4) No improvement.

Myself Rajesh Mehta -এটা একটা ভূল গঠন যদিও ভারতে এর ব্যবহার দেখা যায়।interview বা অন্য ক্ষেত্রে নিজেকে পরিচয় দিতে এটা ব্যবহার করা উচিত নয়।এটি reflexive pronoun, এর subject pronoun হল I. সুতারাং সঠিক উত্তর হবে I am Rajesh Mehta.

2.I am going( to see) a play tomorrow evening.SSC-CGL-2019

A.seeing

B.No improvement

C.to saw

D.to seeing

 ✍️আমরা যখন ভবিষ্যতে কোনো কিছু করার অভিপ্রায় করি বা সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই অভিপ্রায় বা সিদ্ধান্ত টা ব্যক্ত করি তখন সেটা বোঝাতে  sub+be+going +to+verb ব্যবহার করি।

✍️ I am going to buy a car.

✍️We are not going to paint our bedroom tomorrow.

✍️আবার ভবিষ্যতে কোনো পুর্বাভাষ দিতে ও উপরের গঠন ব্যবহার করা হয়-।

অন্যান্য  tense এ এর ব্যবহার করা যায়--

I was going to tell him but I forgot.||আমি তাকে বলতে যাচ্ছিলাম কিন্তু ভুলে গেছি।

সুতারাং সঠিক উত্তর হবে -No improvement

3.The kid jumped with delight on seeing the (joker) at the circus.SSC-CPO-2017

(a) dud

(c) clown

(b) ruffian

(d) no improvement

✍️dud(ডাড):বাজে লোক

✍️joker:তামাশাকারী,ভাঁড়

✍️clown:ক্লাউন

✍️ruffian:  (রফিয়ান)অত্যাচারী লোক

✍️জোকার শব্দটি সাধারণত একজন ব্যক্তিকে বর্ণনা করতে ব্যবহৃত হয় যিনি রসিকতা করেন । একজন ক্লাউন হল একজন কৌতুক অভিনেতা  যিনি একটি সার্কাস, খেলা বা অন্যান্য পারফরম্যান্সে কৌতুক দ্বারা বিনোদন করেন। সুতারাং সঠিক উত্তর হল-Clown.

4.When I lived in Kanpur I( was going) for movie once a week.

(a) used to go

(b) had gone

(c) went

(d) no improvement

অতীতে কোনো কাজ অভ্যাসবশত: করা হত এবং বর্তমানে করা হয় না তা বোঝাতে used to ব্যবহার করা হয়।যেমন-I used to play cricket. - আমি ক্রিকেট খেলতাম।

সুতারাং  used to go সঠিক উত্তর হবে।

5.A man may die, nations may rise and fall, but an idea (lived on.)

1. lives in

3. No improvement

4. lives on

2. live on

 live on  শব্দের অর্থ বেঁচে থাকা। এখানে lived on past tense এ ব্যবহৃত হয়েছে কিন্তু সাধারন ঘটনা বা  সাধারন তথ্য বোঝালে present  indefinite tense হয়। an idea third person singular number তাই lives on সঠিক উত্তর।

একজন মানুষ মরতে পারে, জাতির উত্থান এবং পতন হতে পারে, কিন্তু একটি ধারণা বেঁচে থাকে।

6.The medicine must be (take) by you.

(1) takes

(2) taken

(3) taking

(4) No improvement

ঔষধ আপনার দ্বারা গ্রহণ করা আবশ্যক-বাক্যটি passive  voice এ আছে সেই কারনে  must +be+v3 হবে।

(2) taken -সঠিক উত্তর।

Active : You must obey the traffic rules.

Passive: The traffic rules must be obeyed.

7.For all his wealth, he has no joy in life.

A) With

B) Beside

C) Despite of

D) No improvement

✍️For all Phrase টির অর্থ হল সত্ত্বেও, inspite of।

✍️তার সম্পদ থাকা সত্ত্বেও,তার জীবনে কোন আনন্দ নেই

✍️সুতারাং সঠিক উত্তর No improvement.

✍️Despite  শব্দের অর্থ সত্ত্বেও কিন্ত  এর পর of বসে না।

8.As well as he breaking his leg, he hurt his arm.

A) As well as breaking 

C) As well as broke

B) As well as he

D) No improvement

✍️As well as এর পর he অতিরিক্ত হিসাবে ব্যবহৃত হয়েছে। তাই he হবে না।

✍️  as well as এর পর verb  বসলে তা gerund form এ হবে।👉যেমন She sings as well as playing the piano.

সুতারাং সঠিক option A হবে।

9. She paid close attention to the man sitting (besides) her.

(b) beside

(d) No improvement

(a) beside to

(c) beside of

✍️besides:অতিরিক্ত,in addition to

✍️beside:পাশে,next to 

✍️beside of: ইংরেজিতে beside of ব্যবহার হয় না

✍️beside to:beside নিজেই preposition.সুতারাং beside to ও ব্যবহার হয় না

✍️সঠিক উত্তর||She paid close attention to the man sitting beside her.||তিনি তার পাশে বসা লোকটির প্রতি গভীর মনোযোগ দিয়েছিলেন।

10. I shall see him only if he agreed to bear the cost.

(a) agrees

(b) might agree

(c) had agreed Solut 

(d) No improvement

বাক্যটি First conditional sentence এ আছে--

✍️ গঠন:If+ Present Simple, will/may/can/must+ verb এর simple form

👉If it rains, you will get wet:যদি বৃষ্টি হয়, তুমি ভিজে যাবে।



Post a Comment

0 Comments