Copy one word-12

one word-12

 1.The branch of physics concerned with the properties of sound

SSC CHSL  −2021

(a) Optics

(c) Mechanics

(b) Photonics

(d) Acoustics

✍️সঠিক উত্তর||Acoustics:শব্দবিজ্ঞান✍️শব্দের বৈশিষ্ট্যের সাথে সম্পর্কিত পদার্থবিজ্ঞানের শাখাকে Acoustics বলা হয়। ✍️Acoustics শব্দটি এসেছে গ্রীক শব্দ আকুস্টোস(  akoustos )  থেকে যার অর্থ "শুনেছি।"

2.Animal that can live both on land and in water-SSC CHSL-2021

(a) Arboreal

(c) Vertebrate

(b) Amphibian

(d) Mammal

✍️যে প্রাণী স্থলে এবং জলে উভয়ই বাস করতে পারে তাকে  Amphibian বলে যার বাংলা অর্থ উভচর।✍️Amphi শব্দের অর্থ =>both ✍️অন্যান্য শব্দের অর্থ:

Arboreal:গেছো||Vertebrate:মেরুদণ্ডী||Mammal:স্তন্যপায়ী

3.One who travels by foot

||SSC CPO-2019

propagandist

protagonist

paediatrician

pedestrian

✍️pedestrian শব্দের অর্থ হল পথচারী, পদযাত্রী।

ল্যাটিন শব্দ pedester এর অর্থ হল পায়ে চলা।প্রসঙ্গত Pedometer শব্দটি পায়ের স্টেপ মাপার ক্ষেত্রে ব্যবহৃত হয়।✍️অনান্য শব্দের অর্থ:propagandist||প্রচারক protagonist||নায়ক,paediatrician||শিশুরোগ বিশেষজ্ঞ।

4.One who is honourably discharged from service -||SSC CGL-2017

Belligerent 

Emeritus 

Truant 

Mercenary

🥰সঠিক উত্তর||Emeritus||ইমেরিটাস,সম্মান ও উপাধিসহ অবসরপ্রাপ্ত✍️ অনান্য শব্দের অর্থ:=>Belligerent||যুধ্যমান জাতি

5.A man who is womanish in his habits

Misanthrope

Effeminate

Uxorious

Heretic

✍️একজন পুরুষ যার চালচলনে নারীসুলভ তাকে Effeminate বলে যার বাংলা অর্থ হল মেয়েলি।✍️অনান্য শব্দের অর্থ:Misanthrope||মানুষ্যবিদ্বেষী||Uxorious||স্ত্রীর প্রতি অতিমাত্রায় অনুরক্ত,স্ত্রৈণ ||Heretic||পাষণ্ড

6.A person who presents a radio/television

programme.||SSC CHSL-2021

(a) Idol

(c) Speaker

(b) Anchor

(d) Star

 ✍️একজন ব্যক্তি যিনি একটি রেডিও/টেলিভিশন উপস্থাপন করেন  তাকে Anchor বলা হয়।✍️অনান্য শব্দের অর্থ:Idol=>শ্রদ্ধা-ভক্তির পাত্র||Speaker||বক্তা, Star||তারকা

7.Physically and mentally dependent on a particular substance.||SSC-1997

Addicted

Indifferent

Unwilling

Disinclined

✍️শারীরিক এবং মানসিকভাবে একটি নির্দিষ্ট পদার্থের উপর নির্ভরশীল হওয়াকে Addicted বলে যার অর্থ হল আসক্তি। ✍️অনান্য শব্দের অর্থ:Indifferent||উদাসীন,অনাসক্ত,Unwilling||অনিচ্ছুক,Disinclined||বিমুখ

8.Matter which is against moral values-SSC GD-2021

Mortal

Immoral

Immortal

Amorous

✍️যা নৈতিক মূল্যবোধের পরিপন্থী তাকে Immoral বলে।✍️অনান্য শব্দের অর্থ:Mortal||নশ্বর,Immortal||অমরAmorous||কামার্ত✍️NB: Immoral এবং amoral দুটিই adjective হিসাবে ব্যববহৃত হলে ও অর্থগত পার্থক্য আছে।Immoral বলতে বোঝাত "পূর্ব-প্রতিষ্ঠিত নৈতিকতা, নীতিশাস্ত্র বা আদর্শ সামাজিক অনুশীলনের বিরুদ্ধে কিছু করা বা বলা  করে। অপরপক্ষে, Amoral  বলতে নৈতিকতার অভাবকে বোঝায়।

9.One not concerned with right or wrong.

(SSC -1997)

Moral

Amoral

Immoral

Immortal

✍️সঠিক উত্তর||Amoral

✍️কোনটি সঠিক বা কোনটি ভুল সে নিয়ে উদ্বিগ্ন নয়, অর্থাৎ ন্যায়নীতির অভাববোধ কে amoral বলে।অপরদিকে Immoral হল  আগে প্রচলিত সামাজিক নিয়ম নীতির উলঙ্ঘন করা।✍️অনান্য শব্দের অর্থ: Moral-নৈতিক||Immortal-অমর।

10.A short poem or speech addressed to the spectators after the conclusion of a drama.

SSC-2001

prologue

dialogue

epilogue

monologue

✍️কোনো পারফর্মেন্স বা কোনো নাটকের শেষের দিকে ছোট কবিতা বা ছোট বক্তব্য রাখা হয় তাকে epilogue বলা হয়।মূলত এটি সমগ্র অনুষ্ঠানটির শেষে একটি ম্যাসেজ হিসাবে দেওয়া হয়। ✍️prologue শব্দটি epilogue এর বিপরীত শব্দ।✍️dialogue শব্দের অর্থ হল সংলাপ।✍️যে নাটকীয় রচনায় একটি মাত্র লোক কথা বলে তাকে monologue বলে।






Post a Comment

0 Comments